ইলেকট্রিক বাইক-স্কুটারে পুরো ছড়াছড়ি, এই মাসে বাজারে এন্ট্রি নিচ্ছে তিন দুর্ধর্ষ EV

বছরের শুরুতেই Auto Expo 2023 এর সৌজন্যে বহু নতুন টু-হুইলার আত্মপ্রকাশের সাক্ষী থেকেছে গোটা দেশ। যার মধ্যে একে একে নানা মডেল ফেব্রুয়ারি মাস থেকেই বাজারে আসা শুরু করবে। চলতি মাসে ভারতের বাজারে লঞ্চ হতে পারে একগুচ্ছ ইলেকট্রিক বাইক ও স্কুটার। সেগুলির মধ্যে থেকে সেরা তিন মডে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

Matter-এর ইলেকট্রিক বাইক

মোদির রাজ্যের ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ ম্যাটার অটো এক্সপো ২০২৩-তে তাদের প্রথম ইলেকট্রিক বাইকের উপর থেকে পর্দা সরিয়েছে। এমাসেই বাজারে অফিশিয়ালি লঞ্চ হতে পারে ই-বাইকটি। এটাই ভারতের প্রথম ব্যাটারি চালিত বাইক যাতে থাকছে লিকুইড কুল্ড মোটর এবং লিকুইড কুল্ড ব্যাটারি, এবং ফোর-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এতে উপস্থিত ৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি থেকে ফুল চার্জে ১৫০ কিমি রেঞ্জ পাওয়া যাবে।

TVS iQube ST

টিভিএস মোটর কোম্পানি তাদের বহু প্রতীক্ষিত iQube ST ভ্যারিয়েন্টটির দাম এ মাসেই ঘোষণা করতে পারে। এটি হল সংস্থার iQube লাইনআপের ফ্ল্যাগশিপ মডেল। যাতে বৈশিষ্ট্য হিসাবে রয়েছে একটি ৪.৫৬ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। সিঙ্গেল চার্জে এটি ১৪৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এর প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে Ola S1 Pro, Ather 450X, Bajaj Chetak, Hero Vida V1 ইত্যাদি।

River ইলেকট্রিক স্কুটার

বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ River আগামী ২২ ফেব্রুয়ারি একটি নতুন বৈদ্যুতিক স্কুটার লঞ্চের পরিকল্পনা করছে। সংস্থাটি তাদের এই মডেলটিকে বাজারে উপলব্ধ ই-স্কুটারের এসইউভি (SUV) নামে অভিহিত করেছে। দর্শনের দিক থেকে এটি আন্তর্জাতিক বাজারে বিক্রিত Yamaha Neo ইলেকট্রিক স্কুটারটির ন্যায় দেখতে। এতে রয়েছে একটি বৃহৎ ১৪ ইঞ্চি হুইল, ক্র্যাশ গার্ড, উভয় চাকায় ডিস্ক ব্রেক এবং একটি এলইডি লাইটিং সিস্টেম।