Lava Agni 5G: দেশীয় সংস্থার তৈরি প্রথম ফাইভ-জি স্মার্টফোনে এল নতুন সফটওয়্যার আপডেট

লাভা গত নভেম্বরে তাদের প্রথম ফাইভ-জি স্মার্টফোন Lava Agni 5G লঞ্চ করেছিল। এটাই ছিল একটি ভারতীয় সংস্থার হাতে তৈরি পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ ব্যবস্থার সমর্থনকারী প্রথম হ্যান্ডসেট। Agni 5G-এর জন্য এবার নতুন সফটওয়্যার আপডেট রোলআউট করল লাভা।

Lava Agni 5G ডিভাইসে মার্চের সিকিউরিটি আপডেট রিলিজ করা হয়েছে। এটি সিস্টেমের নিরাপত্তা বৃদ্ধি করে কয়েকটি ছোটখাট বাগ দূর করবে বলে দাবি করেছে লাভা। পাশাপাশি, নতুন আপডেট ডাউনলোড ও ইন্সটল করার পর ইউজার ইন্টারফেসেও পরিবর্তন লক্ষ্য করবেন ব্যবহারকারীরা।

সফটওয়্যার আপডেটটি ওটিএ মাধ্যমে ডিস্ট্রিবিউশন চলবে। তবে ইউজাররা সেটিংস অ্যাপ্লিকেশন থেকে ম্যানুয়াল চেক করে নিতে পারবেন যে আপডেট এসেছে কীনা। লাভা প্রতিশ্রুতি দিয়েছে, অগ্নি ৫জি-এর জন্য পরবর্তীতেও জরুরী আপডেট সরবরাহ করা হবে। নতুন আপডেটে ওয়াইডভাইন এল১ সাপোর্ট যুক্ত হয়েছে। ফলে ব্যবহারকারী ফুল-এইচডি+ ভিডিয়ো ভিউ এবং তাডের ডিভাইস থেকে স্ট্রিমিং করতে পারবে।

Lava Agni 5G স্পেসিফিকেশন

লাভা অগ্নি ৫জি-এ রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৫ মেগাপিক্সেল (ওয়াইড-অ্যাঙ্গেল) + ২ মেগাপিক্সেল (ডেপ্থ) রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি।