ইলেকট্রিক স্কুটার-বাইক কিনতে হলে এক্ষুণি শোরুমে ছুটুন, জুন থেকে 30,000 টাকা পর্যন্ত দাম বাড়ছে

ইলেকট্রিক টু-হুইলারে ভর্তুকির পরিমাণ কমানো হবে কিনা, এই নিয়ে সরকার পক্ষ এবং কোম্পানিগুলির মধ্যে টানাপোড়েন অবশেষে মিটলো। ভর্তুকির অঙ্ক কমানোর সিদ্ধান্তে অনড় থাকলো কেন্দ্র। ফলে ১ জুন, ২০২৩ থেকে দেশের সমস্ত বৈদ্যুতিক দু’চাকার গাড়ির দাম বাড়তে চলেছে। ফাস্টার অ্যাডোপশন অফ ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেলস ইন ইন্ডিয়া ২ বা ফেম২ প্রকল্পের আওতায় ভর্তুকির পরিমাণ কমানো হবে বলে বিবৃতি জারি করেছে সরকার।

ফেম-২ প্রকল্পের আওতায় ভর্তুকির পরিমাণ কমতে চলেছে

এর আগে ভারী শিল্প মন্ত্রক সাবসিডি-র পরিমাণ কমানোর প্রস্তাব দিয়েছিল। অবশেষে তাতে সিলমোহর প্রদান করল কেন্দ্র। তার জেরে Ather 450X, Ola S1 Pro, TVS iQube-এর এদেশের বাজারে উপলব্ধ অসংখ্য ইলেকট্রিক স্কুটারের দাম এক লাফে অনেকটাই বৃদ্ধি পাবে। প্রতি কিলোওয়াট আওয়ার ব্যাটারিতে প্রদেয় ভর্তুকির পরিমান ১৫,০০০ টাকা থেকে কমিয়ে ১০,০০০ টাকা করা হচ্ছে।

ফেম২ প্রকল্পের আওতায় এবার থেকে যে কোন মডেলের এক্স-ফ্যাক্টরি মূল্যের সর্বোচ্চ ১৫ শতাংশ ভর্তুকি প্রদান করবে কেন্দ্র। এতদিন পর্যন্ত যার পরিমাণ ছিল ৪০%। ৩১ মে পর্যন্ত সস্তায় কেনার সুযোগ থাকবে বিভিন্ন মডেল। এতদিন যদি কোন ইলেকট্রিক টু-হুইলারের দাম ১,০০,০০০ টাকা হয়, তবে ৪০,০০০ টাকা ভর্তুকি দিত কেন্দ্র। এবারে তা কমে হতে চলেছে ১৫,০০০ টাকা। অর্থাৎ এবার থেকে মডেল বিশেষে অতিরিক্ত ২৫,০০০ টাকা ক্রেতাদের পকেট থেকে চোকাতে হবে।

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতে মোট ৭,৭৯,০০০ ইউনিট উচ্চগতির ইলেকট্রিক টু-হুইলার বিক্রি হয়েছে। এগুলি কেন্দ্রের ফেম-২ প্রকল্পের সুবিধা সহ বিক্রি হয়েছে। তবে সরকারি সাহায্যের পরিমাণ কমে যাওয়ার ফলে বিভিন্ন জনপ্রিয় পরিবেশবান্ধব দু’চাকার গাড়ির দাম ৩০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। এখন দেখার বিষয়, ভর্তুকি কমার ফলে বিক্রিতে কতটা প্রভাব পড়ে।