FASTag: গাড়ি থাকলে জেনে রাখুন, আজ থেকে ফাস্ট্যাগের নিয়ম পাল্টাচ্ছে, না মানলে সোজা ব্ল্যাকলিস্ট!

পয়লা আগস্ট থেকে ফাস্ট্যাগে চালু হল নতুন নিয়মাবলী। টোল প্লাজাতে ঝামেলা এড়াতে গাড়ি চলকদের ফাস্ট্যাগ অ্যাকাউন্ট আপডেট করার নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ…

Fastag Rules Change From August 1 All You Need To Know About Key Changes And Guidelines Kyc Update Vehicle Registration Mobile Number

পয়লা আগস্ট থেকে ফাস্ট্যাগে চালু হল নতুন নিয়মাবলী। টোল প্লাজাতে ঝামেলা এড়াতে গাড়ি চলকদের ফাস্ট্যাগ অ্যাকাউন্ট আপডেট করার নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। নতুন নিয়ম না মানলে ফাস্ট্যাগ ব্ল্যাকলিস্ট হয়ে যেতে পারে। টোল প্লাজায় যানযট কমানোর পাশাপাশি ইলেকট্রনিক টোল পেমেন্ট মসৃণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

ফাস্ট্যাগের নতুন নিয়মে কী কী করতে হবে

ফাস্ট্যাগ রেগুলেশনে সবচেয়ে বড় পরিবর্তন হল কেওয়াইসি আপডেট। নতুন গাইডলাইন অনুযায়ী, পাঁচ বছরের বেশি পুরনো ফ্যাস্ট্যাগ বদলে নতুন ইস্যু করতে হবে। এই প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। ব্যবহারকারীদের তাদের অ্যাকাউন্ট ইস্যু করার তারিখ যাচাই করে ফাস্ট্যাগ প্রদানকারী সংস্থার কাছ থেকে ফ্যাস্ট্যাগ প্রতিস্থাপনের জন্য আবেদন করতে হবে। এই ক্ষেত্রে পুরনো ফ্যাস্ট্যাগ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে পড়বে।

তিন থেকে পাঁচ বছর পুরনো ফ্যাস্ট্যাগ অ্যাকাউন্টের ক্ষেত্রে কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক। ইউজার এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ৩১ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। শেষ তারিখ মিস করলে অ্যাকাউন্ট কালো তালিকাভুক্ত করা হবে।

এছাড়া, যে নতুন নিয়মগুলি এসেছে তার মধ্যে একটি হল, ফাস্ট্যাগ অ্যাকাউন্টের সঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও চেসিস নম্বর লিঙ্ক করতে হবে। একইসাথে মালিকের মোবাইল ফোন নম্বরের সঙ্গেও কানেক্ট করতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য গাড়ির সামনের এবং পাশের পরিষ্কার ছবি আপলোড করতে হবে। সবশেষে ১ আগস্ট বা তারপরে গাড়ি কিনছেন এমন ব্যক্তিদের তিন মাসের মধ্যে রেজিস্ট্রেশন নম্বর আপডেট করতে হবে।