Eblu Feo: ওলা-টিভিএসকে ধাক্কা দিযে দুর্ধর্ষ ই-স্কুটার লঞ্চ হল, মাইলেজ, ফিচার্সে বড় চমক

গোদাবরী ইলেকট্রিক মোটরস (Godawari Electric Motors) ইলেকট্রিক স্কুটারের জগতে নিজেদের নাম নথিভুক্ত করল। আজ সংস্থাটি ভারতে তাদের প্রথম ই-স্কুটার Eblu Feo লঞ্চ করল। যার দাম…

গোদাবরী ইলেকট্রিক মোটরস (Godawari Electric Motors) ইলেকট্রিক স্কুটারের জগতে নিজেদের নাম নথিভুক্ত করল। আজ সংস্থাটি ভারতে তাদের প্রথম ই-স্কুটার Eblu Feo লঞ্চ করল। যার দাম ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। মডেলটি ২.৫২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের সঙ্গে এসেছে। যা কিনা ধুলোবালি ও জল প্রতিরোধ করবে। সম্পূর্ণ চার্জে এটি ১১০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। গত ১৫ আগস্ট থেকে বুকিং শুরু হয়েছে এবং ডেলিভারি আগামীকাল থেকে চালু হবে বলে ঘোষণা করা হয়েছে।

সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ হওয়া এই ব্যাটারি স্কুটারটি সংস্থার রায়পুরের কারখানায় তৈরি হবে। ফ্যামিলি স্কুটার হিসেবে আদর্শ এই মডেলে একাধিক সেফটি ফিচার উপলব্ধ। লঞ্চ প্রসঙ্গে গোদাবরীর কর্ণধার হায়দার খান বলেন, “আমাদের Eblu Feo যে ক্রেতাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে সে বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।”

Godawari Eblu Feo: স্পেসিফিকেশন

Godawari Eblu Feo তিনটি রাইডিং মোড সহ এসেছে – ইকোনমি, নরমাল এবং পাওয়ার। প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ যুক্ত এই স্কুটারটির ড্রাইভিং রেঞ্জ ও ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য রয়েছে রি-জেনারেটিভ ব্রেকিং। এটি ৬০ ভোল্ট হোম চার্জার সহ এসেছে, যার মাধ্যমে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৫ ঘন্টা ২৫ মিনিট সময় নেবে। সংস্থার তরফে ৩ বছর/৩০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি অফার করা হচ্ছে।

আবার যাত্রী সুরক্ষা বাড়াতে সামনে ও পেছনে দেওয়া হয়েছে সিবিএস ডিস্ক ব্রেক। Eblu Feo-তে রয়েছে হাই-রেজোলিউশন AHO এলইডি হেডল্যাম্প এবং এলইডি টেল ল্যাম্প। ১২ ইঞ্চি টিউবলেস টায়ারে ছুটবে স্কুটারটি। ঝাঁকুনির প্রভাব কমাতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং ডুয়েল টিউব টুইন শকার।

Godawari Eblu Feo মোট পাঁচটি রঙের বিকল্পে হাজির হয়েছে – সিয়ান ব্লু, ওয়াইন রেড, জেট ব্ল্যাক, টেলি গ্রে এবং ট্রাফিক হোয়াইট। যাত্রীদের বাড়তি আরাম দিতে তৈরি করা হয়েছে এক ঢালাও সিট। ফিচার্সেরে তালিকায় উপস্থিত নেভিগেশনের জন্য ব্লুটুথ কানেক্টিভিটি, বড় ও সমতল ফ্লোর বোর্ড, মোবাইল চার্জিং পয়েন্ট, ৭.৪ ইঞ্চি ডিজিটাল ফুল কালার ডিসপ্লে। যেখানে কল অ্যালার্ট, ইনকামিং মেসেজ অ্যালার্ট, রিভার্স ইন্ডিকেটর সহ বিভিন্ন তথ্য ভেসে উঠবে।