Gogoro-র প্রথম বৈদ্যুতিক স্কুটার ভারতে এল, এক চার্জে 170 কিমি, 6 সেকেন্ডে ব্যাটারি পুরো চার্জ

সুদূর তাইওয়ান থেকে ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের ব্যবসা করে লক্ষ্মীলাভের আশায় পা রাখল গোগোরো (Gogoro)। তার আগে...
SUMAN 5 Nov 2022 5:52 PM IST

সুদূর তাইওয়ান থেকে ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের ব্যবসা করে লক্ষ্মীলাভের আশায় পা রাখল গোগোরো (Gogoro)। তার আগে এদেশে লাস্ট-মাইল ডেলিভারি স্টার্টআপ জিপ ইলেকট্রিক (Zypp Electric)-এর হাত মেলালো তারা। উভয় সংস্থা যৌথভাবে গুরুগ্রাম, দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ এবং বেঙ্গালুরুতে একটি পাইলট প্রোগ্রাম চালাবে। যেখানে গোগোরো-র 2 Series ই-স্কুটারে প্রখ্যাত ব্যাটারি সোয়াপিং প্রযুক্তি থাকবে। এই স্কুটারটি কেবলমাত্র বিজনেস টু বিজনেস সেগমেন্টের জন্য। অর্থাৎ ডেলিভারি এবং লজিস্টিক্সের কাজে ব্যবহৃত হবে।

Gogoro 2 Series ডিজাইন

স্টাইলিংয়ের প্রসঙ্গে বললে স্কুটারটিতে রয়েছে মডার্ন ডিজাইন। এতে তেমনভাবে কোনো শার্প লাইন নেই। আগাগোড়া একটি সাবেকি রূপ রয়েছে। এর মসৃণ ঢালের ডিজাইন Ola S1-এর কথা স্মরণ করায়। বিশেষত সাইড প্রোফাইলটি। তবে সবচেয়ে আকর্ষণীয় হল, ওষুধের বড়ির মতো দেখতে এর এলইডি হেডলাইটটি।

Gogoro 2 Series মোটর

বিশ্ববাজারে বিক্রিত 2 Series মডেলটিতে রয়েছে একটি লিকুইড কুল্ড, পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর। যা থেকে সর্বোচ্চ ৭ কিলোওয়াট শক্তি এবং পিছনের চাকায় ১৯৬ এনএম টর্ক উৎপন্ন হয়। আউটপুটের দিক থেকে এটি Ola S1 Pro ও Ather 450X-এর সমতুল্য। তবে সংস্থা সূত্রে খবর, এর ভারতীয় মডেলটি একটি ১১০ সিসি পেট্রোল চালিত স্কুটারের সমক্ষমতা সম্পন্ন হবে।

Gogoro 2 Series ব্যাটারি প্যাক

যদিও ব্যাটারির প্রসঙ্গে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে সংস্থার দাবি 2 Series প্রতি ঘন্টায় ৩০ গতিবেগে ছুটে সম্পূর্ণ চার্জে ১৭০ কিমি রেঞ্জ অফার করে। আবার এই স্কুটার সংস্থার চিরাচরিত ব্যাটারি সোয়াপিং টেকনোলজি সমর্থন করে। দাবি করা হয়েছে, স্কুটারের চার্জ ফুরিয়ে যাওয়া ব্যাটারিটি সোয়াপিং স্টেশনে বদলে ফুল চার্জড ব্যাটারি ভরতে মাত্র ৬ সেকেন্ড সময় লাগবে।

Gogoro 2 Series হার্ডওয়্যার ও ফিচার

এতে রয়েছে একটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার শক। ব্রেকিং সামলাতে সামনে ও পেছনে যথাক্রমে ২২০ মিমি ও ১৮০ মিমি সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে। ১২ ইঞ্চি অ্যালয় হুইলের সামনে ও পেছনে যথাক্রমে ১০০/৯০ আর১২ ও ১১০/৭০ আর১২ টায়ার উপস্থিত।

ফিচারের তালিকায় রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। যে কারণে এতে নেভিগেশন, জিওফেন্সিং-এর মত অন্যান্য ফিচারের সুবিধা মেলে। এছাড়া এতে কিলেস এন্ট্রি, অল এলইডি লাইটিং, এবং ২৫ লিটারের আন্ডার সিট স্টোরেজ রয়েছে।

Gogoro 2 Series বিটুবি সেগমেন্ট

স্কুটারটি বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের জন্য পেছনে র‍্যাক এবং মোবাইল ফোন হোল্ডার উপস্থিত। জিপ ইলেকট্রিক এই স্কুটারটি নিজের সুবিধা মত ব্যবহারের জন্য ডিজাইনে কিছু পরিবর্তন ঘটাতে পারে। এই স্কুটারটির মাধ্যমে সংস্থা ভারতে তাদের ব্যাটারি সোয়াপিং প্রযুক্তির পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখার সুযোগ পাবে।

Show Full Article
Next Story