Nitin Gadkari: বিপুল সম্ভাবনাময় বিকল্প জ্বালানি উৎপাদনে কৃষকদের সামিল হওয়ার বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

দীর্ঘদিন ধরেই বিকল্প জ্বালানি বা গ্রীন হাইড্রোজেন (Green Hydrogen)-এর ব্যবহার বাড়ানোর প্রসঙ্গে জোরদার বার্তা শুনিয়ে আসছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। এবার তিনি দেশের কৃষকদের প্রতি ভবিষ্যতের জ্বালানি হিসেবে এর উৎপাদনে অংশগ্রহণ করার পরামর্শ দিলেন। সম্প্রতি তিনি Agrovision দ্বারা আয়োজিত এক প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন সভা থেকে একথা জানিয়েছেন। যার প্রধান অতিথি ছিলেন তিনি।

বায়ো-মাস, পরিত্যক্ত বায়ো-অর্গানিক এবং ব্যবহারের অযোগ্য জল থেকে গ্রীন হাইড্রোজেন (Green Hydrogen) প্রস্তুত করা যায় বলে গডকড়ী জানিয়েছেন। এগুলি সবই কয়লা আমদানির বিকল্প পন্থা বলেও তিনি জানান।

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “ইস্পাত প্ল্যান্ট, ট্রাক্টর, বাস, রেলওয়ে এবং অন্যান্য সমস্ত শিল্প এই গ্ৰীন হাইড্রোজেনেই চলবে। এটাই ভবিষ্যৎ, এবং দেশের কৃষকদের শুধু ইথানল, বায়ো-এলএনজি নয় বরং গ্ৰীন হাইড্রোজেনও উৎপাদন করা উচিত যাতে এই বিশাল সুযোগটি ব্যবহার করা যায়।”

গডকড়ী এই কথাগুলি অ্যাগ্রোভিশন (Agrovision)-এর প্রদর্শনী সভা থেকে বলেছেন। যেখানে ৪০-এর অধিক ওয়ার্কশপে গত ১৩ বছর ধরে প্রায় তিন লাখের অধিক কৃষক অংশ নিয়ে আসছেন।

প্রসঙ্গত, তিনি চলতি মাসের শুরুর দিকে ষষ্ঠ আর্থিক অন্তর্ভুক্তির জাতীয় সম্মেলন থেকে বলেছিলেন, “ব্যবহারের অযোগ্য জল এবং আবর্জনা থেকে তৈরি সবুজ হাইড্রোজেন দ্বারা যাতে বাস-ট্রাক এবং গাড়ি চালানো যায় সেরকম পরিকল্পনা রয়েছে আমার। আমি বর্জ্য থেকে প্রয়োজনীয় জিনিস তৈরি করার চেষ্টা করছি।” এছাড়া তিনি একটি গ্রীন বা সবুজ হাইড্রোজেন চালিত একটি প্রজেক্ট পাইলট গাড়ি কিনেছেন বলেও জানিয়েছিলেন।

এখানে জানিয়ে রাখি, অপ্রচলিত শক্তি ব্যবহার করে উৎপন্ন গ্যাসই গ্রীন হাইড্রোজেন (Green Hydrogen)। অন্যদিকে প্রাকৃতিক গ্যাস বাষ্পীভবনের মাধ্যমে উৎপন্ন গ্যাসের নাম হল গ্রে হাইড্রোজেন (Gry Hydrogen)।