West Bengal: ছড়াচ্ছে মাত্রাছাড়া দূষণ, রাজ্যকে 15 বছরের পুরনো গাড়ি বাতিলের নির্দেশ

আগামী ৬ মাসের মধ্যে ১৫ বছরের পুরনো সমস্ত ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়িকে বাতিল করতে হবে, এমনই  নির্দেশিকা জারি করল জাতীয় পরিবেশ আদালতের (National Green Tribunal) পূর্বাঞ্চলীয় শাখা। পরিবেশ দূষণকে বাগে আনতে ইতিপূর্বেও বিভিন্ন সময়ে গ্রিন ট্রাইব্যুনাল বিভিন্ন রকম নির্দেশিকা জারি করেছিল। কিন্তু তখন সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তাই এবার কড়া হাতে এই সমস্যার সমাধানে তৎপর পরিবেশ আদালত।

গ্রিন ট্রাইব্যুনাল গত মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কলকাতা ও হাওড়া সহ ৩২টি শহরের ১৫ বছর বেশি পুরনো সমস্ত ব্যক্তিগত ও বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গাড়িকে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এছাড়াও পরিবেশ দূষণ রক্ষার্থে আরও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে এই আদালত। বাস ও ক্যাব-সহ পরিবহনে ব্যবহৃত যে সমস্ত যানবাহনগুলি ন্যূনতম ভারত স্টেজ ফোর (BS4) নির্গমন বিধির পরিপন্থী সেগুলিকেও এই সময়ের মধ্যে বাতিল ঘোষণা করতে হবে।

এ রাজ্যের মোটর ভেহিকেল সংক্রান্ত দপ্তরের নথি অনুযায়ী ১৫ বছরের পুরনো যানবাহনের সংখ্যা শুধুমাত্র কলকাতাতেই ২০ লক্ষ আর গোটা রাজ্য মিলিয়ে প্রায় ৭০ লক্ষরও বেশি। এই নির্দেশিকার পরে গাড়িগুলির মালিকদের মধ্যে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। উপরন্তু, কেন্দ্র ও রাজ্য যৌথভাবে ২০ বছরের পুরনো সমস্ত ব্যক্তিগত গাড়িগুলিকে বাতিল করার কাজে নেমেছে।

উল্লেখ্য, ২০০৮ সালে কলকাতার মহামান্য হাইকোর্ট শহরতলীর মধ্যে থাকা ১৫ বছরের পুরনো সমস্ত পণ্যবাহী গাড়িগুলিকে বাতিল ঘোষণা করে। অবশ্য ব্যক্তিগত গাড়িগুলি এর আওতার বাইরে রাখা হয়। তবে এই নির্দেশিকার ফলে সর্বসাধারণের ব্যবহৃত গাড়িগুলির মালিকরা খানিকটা সংশয়ের মধ্যে পড়েন। কারণ কলকাতা সহ দেশের ১৩টি শহরে ২০১০ সালের এপ্রিল মাস থেকে BS4 বিধি লাগু করা হয়। অর্থাৎ BS3 গাড়িগুলি ১৫ বছর পার করতে এখনো ৩ বছর সময় পাবে।