Greta Harper ZX Series-I ই-স্কুটার লঞ্চ হল দেশে, দাম 40 হাজারের কম, ফুলচার্জে 100 কিমি যাবে

ভারতের ছোটখাটো ইলেকট্রিক টু-হুইলার সংস্থাগুলি রাঘব বোয়ালদের পিলে চমকে দিচ্ছে। অত্যাধুনিক ফিচার্স ও স্পেসিফিকেশনে জমজমাট বৈদ্যুতিক স্কুটার ও বাইকগুলি গ্রাহকদের হৃদয় জিতে নিচ্ছে। তেমনই গুজরাতের Raj Electromotives-এর শাখা গ্রেটা ইলেকট্রিক স্কুটার (Greta Electric Scooter)। খুব সম্প্রতি দেশের বাজারে একটি নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির হয়েছে। সংস্থাটি এর নামকরণ করেছে Greta Harper ZX Series-I। উল্লেখ্য, Harper ZX নামেও একটি স্কুটার বিক্রি করে গ্রেটা।

সংস্থার তরফে জানানো হয়েছে, Greta Harper ZX Series-I -এর প্রারম্ভিক মূল্য ৪১,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। তবে অগ্রিম বুকিং করলে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড় মিলবে।  এটি ব্যাটারি ছাড়া স্কুটারের দাম। ব্যাটারির বিভিন্ন অপশন রয়েছে।  সেই অনুযায়ী স্কুটারটির ভ্যারিয়েন্ট চয়ন করা যাবে। ক্যাপাসিটি অনুযায়ী যাদের মূল্য আলাদা। এটি গ্রিনন, জেট ব্ল্যাক, গ্লসি গ্রে, ম্যাজেস্টিক ম্যাজেন্টা, ট্রু ব্লু এবং ক্যান্ডি হোয়াইট কালার অপশনে এসেছে।

Greta Harper ZX Series-I ব্যাটারি, রেঞ্জ ও মোটর

Harper ZX Series-I -এ রয়েছে একটি বিএলডিসি মোটর। যার সাথে সংযুক্ত মডেল অনুযায়ী বিভিন্ন ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিগুলি ৪৮-৬০ ভোল্ট। সংস্থার দাবি স্কুটার ৪-৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। আবার ৮০% চার্জ হতে তিন ঘন্টা সময় লাগবে। যে কোনও ধরনের পাওয়ার প্লাগ থেকে স্কুটারগুলি চার্জ করানো যাবে।

স্কুটারটিতে রয়েছে তিনটি রাইডিং মোড – ইকো, সিটি ও টার্বো মোড। ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ থাকলে টপ মডেলে ইকো মোডে ১০০ কিমি পথ ভ্রমণ করা যাবে। যদিও সিটি এবং টার্বো মোডে যথাক্রমে ৮০ কিমি ও ৭০ কিমি রেঞ্জ মিলবে। ফিচারের মধ্যে এতে রয়েছে ডিআরএল, ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম সিস্টেম, স্মার্ট শিফ্ট, এলইডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, কীলেস স্টার্ট, ফাইন্ড মাই ভেহিকেল অ্যালার্ম এবং একটি ইউএসবি পোর্ট।

স্কুটারটি চারটি ব্যাটারির বিকল্পে কেনা যাবে। দাম সহ রেঞ্জ বিস্তারিতভাবে নিচে দেওয়া হল :

৪৮ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার আওয়ার ৬০ কিমি/চার্জ (১৭,০০০-২০,০০০ টাকা)
৪৮ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার আওয়ার ১০০ কিমি/চার্জ (২২,০০০-২৫,০০০ টাকা)
৬০ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার আওয়ার ৬০ কিমি/চার্জ (২১,০০০-২৪,০০০ টাকা)
৬০ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার আওয়ার ১০০ কিমি/চার্জ (২৭,০০০-৩১,০০০ টাকা)

অন্য দিকে গ্রাহকদের পছন্দ মতো বিভিন্ন রকম চার্জার কেনা যাবে। দাম ৩০০০ টাকা থেকে ৫০০০ টাকা। ইতিমধ্যেই সবুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে ২,০০০ টাকার টোকেন মূল্যে কেনা যাচ্ছে স্কুটারগুলি। বুকিং করার পর স্কুটারগুলি ডেলিভারি পেতে ৪৫-৭৫ দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে কোম্পানি। ব্যাটারির উপর মিলবে তিন বছরের ওয়ারেন্টি।