চালাতে লাইসেন্স লাগবে না, 50000 এর কমে দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল GT Force, আকর্ষণীয় সব ফিচার

কেন্দ্রীয় সরকার বিগত কয়েক বছরের মধ্যে একের পর এক বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত ইশতেহার প্রকাশ করেছে। আগামী দিনে ব্যাটারি চালিত গাড়ি একমাত্র ভরসা তা বুঝতে পেরেছে এদেশের জনগণ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ময়দানে হাজির একাধিক স্টার্টআপ সংস্থা। এমনই এক বৈদ্যুতিক দুই চাকা গাড়ি নির্মাণকারী সংস্থা GT Force  দুই নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। যাদের নামকরণ হয়েছে GT Soul এবং GT One। মডেল দু’টির নির্ধারিত এক্স শোরুম মূল্য যথাক্রমে ৪৯,৯৯৬ টাকা ও ৫৯,০০০ টাকা।

GT Soul এবং GT One কম গতি সম্পন্ন অর্থাৎ ঘন্টা প্রতি ২৫ কিলোমিটারের বেশি স্পিড তুলতে পারবে না। মূলত কাছেপিঠে যাওয়ার জন্য আদর্শ। তবে গঠনগত দিক থেকে যথেষ্ট শক্তপোক্ত এরা। দুটি মডেলই শক্তিশালী টিউবুলার ফ্রেমের উপর নির্মাণ করা হয়েছে বলে দাবি এই সংস্থার। আবার লো স্পিড হওয়ায় কারণে বৈদ্যুতিক স্কুটার দুটি চালানোর জন্য কোনরকম লাইসেন্সের প্রয়োজন হবে না।

GT Soul মডেলটিতে ব্যবহার করা হয়েছে ৪৮ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার আওয়ার লেড অ্যাসিড ব্যাটারি। এক চার্জে এটি ৫০-৬০ কিমি ছুটতে পারবে। অপর হাতে, GT One মডেলে রয়েছে ৪৮ ভোল্ট ২৮ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। এটি চার্জে পরিপুষ্ট অবস্থায় ৬০-৬৫ কিমি পাড়ি দিতে পারবে বলে দাবি করেছে এই নির্মাতা।

GT Soul এর পিছনের চাকায় শক্তিশালী BLDC মোটর লাগানো রয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারটি সর্বোচ্চ ১৩০ কেজি ওজন বহন করতে সক্ষম ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮৫ মিমি। রেড, ব্ল্যাক, হোয়াইট ও সিলভার – এই চার কালার অপশনে উপলব্ধ। অন্য দিকে, GT One স্কুটারটির সামনে হাইড্রোলিক ফর্ক ও পিছনে ডবল পিস্টন যুক্ত টেলিস্কোপিক সাসপেনশন হয়েছে। উপরন্তু রাইডারের আরামদায়ক অনুভূতির জন্য ডুয়েল টিউব প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এতে।

এই স্কুটারের সর্বাধিক ওজন নেওয়ার ক্ষমতা ১৪০ কেজি। অ্যান্টি থেফ্ট অ্যালার্ম-সহ সেন্ট্রাল লকিং, পার্কিং মোড, রিভার্স মোড, মোবাইল চার্জিং সকেট ও ক্রুজ কন্ট্রোল সিস্টেম সহ একগুচ্ছ আধুনিক বৈশিষ্ট্য এই স্কুটারে বিদ্যমান। GT One ম্যাট রেড, ব্ল্যাক, হোয়াইট ও সিলভার পেইন্ট স্কিমে পাওয়া যাবে। উভয় স্কুটারের মোটরের উপরে ১৮ মাসের ওয়ারেন্টি এবং লেড অ্যাসিড ব্যাটারি ও লিথিয়াম আয়ন ব্যাটারির উপর যথাক্রমে ১ বছর ও ৩ বছরের ওয়ারেন্টি অফার করছে জিটি ফোর্স।