১৩ জুলাই Harley Davidson নতুন মোটরসাইকেল লঞ্চ করছে, থাকবে ১,২৫০ সিসি ক্যাপাসিটির ইঞ্জিন

১৩ জুলাই ভারতীয় সময় ঠিক রাত ৮ টায় হার্লে ডেভিডসন (Harley Davidson) একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট হোস্ট করবে। সেখানে লঞ্চ হবে 1250 Custom হাই-পারফরম্যান্স ক্রুজার বাইক। নাম উল্লেখ না করলেও টিজার আপলোড করে হার্লে ডেভিডসন সেরকমই ইঙ্গিত দিয়েছে। উল্লেখ্য, Harley Davidson 1250 Custom এর প্রোটোটাইপ মডেল ২০১৮ সালে প্রথম জনসমক্ষে আনা হয়েছিল।

ভার্চুয়াল ইভেন্টটির নাম “From Evolution to Revolution”। ফলে স্পোর্টস্টার রেঞ্জের Evolution ইঞ্জিনের ব্যবহার থেকে সরে এসে নতুন 1250 Custom বাইকে যে Revolution Max Motor ব্যবহার করা হবে, তার আভাস পাওয়া যাচ্ছে। Harley Davidson এর Pan America 1250 অ্যাডভেঞ্চার মোটরসাইকেলেও একই মোটর রয়েছে।

Revolution Max মোটরে ১৫০.১ বিএচপি পাওয়ার এবং ১২৮ এনএম টর্ক পাওয়া যায়। গিয়ারের সংখ্যা থাকে ছ’টি। তবে হার্লে ডেভিডসন কাস্টম ১২৫০ এর ক্রুজার চরিত্রের সাথে মানানসই করে তোলার জন্য পাওয়ার আউটপুট একটু ভিন্ন হতে পারে।

ভার্চুয়াল ইভেন্টে কর্মকর্তা, ডেভেলপমেন্ট টিম, এবং কয়েকজন রাইডারের উপস্থিতিতে হার্লে ডেভিডসন কাস্টম ১২৫০ এর স্পেসিফিকেশন ও ফিচার প্রকাশ করা হবে। গ্লোবাল লঞ্চের বিষয়টি সেদিনই ঘোষণা করা হবে বলেই আমাদের বিশ্বাস।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন