Livewire ব্র্যান্ড নামে ইলেকট্রিক মোটরসাইকেল আনবে Harley Davidson

প্রোডাক্ট পোর্টফোলিওতে বড়সড় রদবদলের পথে হাঁটলো আমেরিকার আইকনিক মোটরবাইক ব্র্যান্ড হার্লে ডেভিডসন (Harley Davidson)।নিজের প্রথম বৈদ্যুতিন মোটরসাইকেলের লাইভওয়্যার (Livewire)-এর নামে হার্লে ডেভিডসন নতুন ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ কোম্পানি থেকে আলাদা হয়ে এখন লাইভওয়্যার হার্লে ডেভিডসনের নিজস্ব ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করলো।

প্রসঙ্গত, হার্লে ডেভিডসনের লাইভওয়্যার ইলেকট্রিক মোটরসাইকেলটি ২০১৮ সালে প্রথম বাজারে পা রাখে। আকাশ ছোঁয়া দামের জন্য প্রথমে সফর মন্থরগতিতে চললেও শেষ পর্যন্ত হার্লে ডেভিডসনের প্রধান বাজারগুলিতে লাইভওয়্যার-এর বিক্রির গতিতে কিছুটা গতি আসে। যদিও এরপরও আইকনিক হার্লে ডেভিডসন নাম থেকে আলাদা হয়ে শুদ্ধ ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড হিসেবে লাইভওয়্যার কেন এগিয়ে যেতে চাইছে তা নিয়ে কৌতুহল থাকবেই।

এরকম সিদ্ধান্তের আভাস অবশ্য ফেব্রুয়ারিতেই পাওয়া গিয়েছিল। হার্লে ডেভিডসন তখন জানিয়েছিল, তারা একটি পৃথক বৈদ্যুতিন যান কেন্দ্রিক বিভাগ তৈরি করবে। নতুন ব্র্যান্ডের লক্ষ্য হবে তরুণ প্রজন্ম ও পরিবেশগতভাবে সচেতন চালকদের আকর্ষণ করা।

এমনকি, জুলাইতে লাইভওয়্যার ব্র্যান্ডেড প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল প্রদর্শন করা হবে বলে হার্লে ডেভিডসন পরিকল্পনা করছে। এছাড়াও, কোম্পানি বলেছে, লাইভওয়্যার এমন প্রযুক্তি উদ্ধাবন ও বিকাশের পরিকল্পনা করছে যা ভবিষ্যতে হার্লে ডেভিডসনের বৈদ্যুতিন মোটরসাইকেল ওপর প্রযোজ্য হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন