Herley Davidson Sportster S কবে ভারতে আসবে, দামই বা কত হতে পারে, জেনে নিন

আমেরিকার আইকনিক মোটরসাইকেল ব্র্যান্ড Herley Davidson ভারতের বাজারে একটি নতুন মোটরবাইক আনতে চলেছে। সংস্থাটির জনপ্রিয় স্পোর্টস্টার লাইনআপের লেটেস্ট মডেল, Herley Davidson Sportster S, ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। Sportster S বাইকটিতে ব্যবহার করা হয়েছে নতুন Revolution Max 1250 ইঞ্জিন, এর আগে যা হার্লে-ডেভিডসনের অ্যাডভেঞ্চার বাইক Pan America 1250-এর দুই ভ্যারিয়েন্টে ব্যবহার করা হয়েছিল। তবে, Sportster S-এ এই ইঞ্জিনটি এমন ভাবে টিউন করা হয়েছে, যাতে কম আরপিএমে আরও বেশি টর্ক উৎপাদন করা যায়. তার জন্য অবশ্য পাওয়ার আউটপুট কিছুটা কমাতে হয়েছে৷ বাইকটির অন্যান্য বিষয় সম্পর্কে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

Herley Davidson Sportster S স্পেসিফিকেশন ও ফিচার

নতুন হার্লে ডেভিডসন স্পোর্টস্টার এস-এর বড় হাইলাইট হল নতুন লিকুইড-কুল্ড রেভলিউশন ম্যাক্স ১২৫০ ইঞ্জিন। হালকা ওজনের চেসিস এবং প্রিমিয়াম সাসপেনশন-সহ শক্তিশালী ইঞ্জিন স্পোর্টস্টার এস-এ নতুন মাত্রা যোগ করেছে।

এছাড়া স্পোর্টস্টার এস-এর ১২৫২ সিসির ভি-টুইন ইঞ্জিনটি ১২১ বিএইচপি শক্তি উৎপন্ন করে। কিন্তু টর্ককে অনেক কমিয়ে আনা হয়েছে অর্থাৎ, এখন ৬০০০ আরপিএমে ১২৭ এমএন টর্ক উৎপন্ন হবে।

বাইকটিতে Showa সাসপেনশন ব্যবহৃত হয়েছে। সামনে ৪৩ মিমির টেলিস্কোপিক ফোর্কস ও পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১১ লিটারের৷ বাইকটির কার্ব ওজন ২২৮ কেজি।

ভারতে Herley Davidson Sportster S বাইকটির দাম ও লভ্যতা

এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে Herley Davidson Sportster S বাইকটি ভারতে পা রাখতে পারে। এর এক্স-শোরুম দাম ১৫ – ১৬ লক্ষ টাকার মধ্যে থাকবে বলে অনুমান করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন