রয়্যাল এনফিল্ডের থেকে সস্তা হয়ে গেল হার্লে ডেভিডসনের বাইক, ১৫ আগস্ট পর্যন্ত অফার

হার্লে ডেভিডসন ভারতে তাদের সবচেয়ে সস্তা মোটরসাইকেলের উপর ডিসকাউন্ট ঘোষণা করল। হার্লে এক্স৪৪০ মডেলের মিড-স্পেক ভ্যারিয়েন্ট – ভিভিডের দাম ১৫,০০০ টাকা কমেছে। ফলে এটি এখন…

Harley Davidson X440 Gets Rs 15000 Discount

হার্লে ডেভিডসন ভারতে তাদের সবচেয়ে সস্তা মোটরসাইকেলের উপর ডিসকাউন্ট ঘোষণা করল। হার্লে এক্স৪৪০ মডেলের মিড-স্পেক ভ্যারিয়েন্ট – ভিভিডের দাম ১৫,০০০ টাকা কমেছে। ফলে এটি এখন ২.৪৫ লক্ষ টাকায় কেনা যাবে। তবে মনে রাখবেন, এই লিমিটেড পিরিয়ড অফারটি কেবলমাত্র ১৫ আগস্ট পর্যন্ত চলবে। তারপর আবার অরিজিনাল প্রাইসে কিনতে হবে।

হার্লে ডেভিডসন এক্স৪৪০ বাইকের দাম কমল

প্রসঙ্গত, হিরো ও হার্লে ডেভিডসনের পার্টনারশিপে এসেছিল এই বাইক। এমন প্রিমিয়াম মোটরসাইকেলে ডিসকাউন্ট ইঙ্গিত দেয়, ওই ভ্যারিয়েন্টটি হয়তো চাহিদা কম। তাই বিক্রি বাড়াতে এই পদক্ষেপ। তাছাড়া, রয়্যাল এনফিল্ড গোরিলা ৪৫০ লঞ্চ হওয়ার পর কিছুটা চাপে হার্লে এক্স৪৪০। ডিলারদের কাছে স্টক জমে থাকার কারণে ছাড় ঘোষণা বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গোরিলার দাম বর্তমানে ২.৫৪ লক্ষ টাকা থেকে শুরু (এক্স-শোরুম)।

হার্লে এক্স৪৪০ বাইকটিতে ৪৪০ সিসি এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি থেকে ২৭ বিএইচপি ক্ষমতা ও ৩৮ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে ছয় গতির গিয়ারবক্স। বাইকটি ১৮/১৭ ইঞ্চি হুইলে দৌড়য়। সাসপেনশনের জন্য সামনে কেওয়াইবি ইউএসডি ফর্ক ও পিছনে ডুয়াল স্প্রিং রয়েছে। দু’চাকায় সিঙ্গেল ডিস্ক বর্তমান। এই মোটরসাইকেলের ওজন ১৯০.৫ কেজি ও ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১৩.৫ লিটার। মোটরসাইকেলের ওজন ১৯০.৫ কেজি ও ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১৩.৫ লিটার।

হার্লে ডেভিডসন এক্স৪৪০-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ফুল এইলডি লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল কনসোল, ডুয়াল চ্যানেল এবিএস, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফাংশন, এবং ইউএসবি চার্জিং পোর্ট। তবে ডিসকাউন্ট চলা ভিভিড ভ্যারিয়েন্টে টপ মডেলের ডায়মন্ড কাট অ্যালয় হুইল ও ই-সিম ফিচার নেই।