বৈদ্যুতিক স্কুটার কেনার জন্য গ্রাহকরা নামমাত্র সুদে ঋণ পাবেন, নতুন পদক্ষেপ নিল Hero Electric

দেশে অতি দ্রুত হারে বৈদ্যুতিক টু-হুইলারের চাহিদা বেড়ে চলেছে। পরিবেশ সচেতন মানুষ পেট্রোল গাড়ির বিকল্প খুঁজছেন৷ যার ফলাফল চলতি বছরে বেশ কিছুটা দেখা গিয়েছে। দেশীয় ইলেকট্রিক টু-হুইলার কোম্পানিগুলি তাদের রেকর্ড সংখ্যক বিক্রির কথা সর্বসমক্ষে গর্বের সঙ্গে জানিয়েছে। এমনকি আগামী দিনে এই সংখ্যাটি যে আরও বাড়বে সে বিষয়ে আশাবাদী সবাই। বিক্রি বাড়ার সাথে ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে ইলেকট্রিক স্কুটার কেনার পদ্ধতি আরো সহজতর করতে HDB Financial Services (নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি বা NBFC)-এর সাথে এবার হাত মেলালো Hero Electric। এর ফলে ক্রেতারা আরো সহজ ফিন্যান্সের বিকল্পে ই-স্কুটার কিনতে পারবেন।

সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই জোটের ফলে হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর ক্রেতারা তাদের পছন্দের বৈদ্যুতিক স্কুটারটির জন্য ন্যূনতম কয়েকটি নথি দেখিয়ে নির্ঝঞ্ঝাটভাবে লোন পাবেন। দেশে হিরোর ৭০০টি ডিলারশিপ থেকে এই ফিন্যান্সিং অপশন নির্বাচনের মাধ্যমে ই-স্কুটার কিনতে পারবেন গ্রাহকরা। সংস্থাটি আরও দাবি করেছে, এইচবিডি (HDB), লোন পেতে উপযুক্ত গ্রাহকদের আকর্ষণীয় সুদের হার, লোন পরিশোধের অধিক সময়কাল এবং সাশ্রয়ী ইএমআই-এর মতো আকর্ষণীয় বেনিফিট দেবে।

এই প্রসঙ্গে হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দর গিল (Sohinder Gill) বলেছেন, “ইলেকট্রিক টু-হুইলারই ভবিষ্যতে রাজ করবে। যে কারণে সহজ ফিনান্সিং ব্যবস্থা অত্যাবশ্যকীয়। আমাদের সংস্থার রয়েছে অনেক ফিন্যান্সার, যারা গ্রাহকদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী অফার দেয়।”

প্রসঙ্গত, বর্তমানে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা হল হিরো ইলেকট্রিক৷ গত কয়েক বছরে সংস্থার চাহিদা বিপুল হারে বেড়েছে, বিশেষত কোভিড-১৯ অতিমারির চলাকালীন যখন মানুষ গণপরিবহণ ব্যবহারে অনিচ্ছুক ছিলেন। গত বছর নভেম্বরের তুলনায় এই নভেম্বরে সংস্থার বিক্রি ৪৯৯ শতাংশ বেড়েছে৷ সংস্থাটি উচ্চ এবং স্বল্প উভয় গতির ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে নিয়ে এসেছে।