Hero Electric সহজ মাসিক কিস্তিতে ভারতীয়দের বৈদ্যুতিক স্কুটার কেনার সুবিধা দিচ্ছে

প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে শুধুমাত্র চমকপ্রদ বৈশিষ্ট্যযুক্ত মডেল লঞ্চ করলেই হবে না। তার সাথে থাকতে হবে কেনার জন্য সহজ কিস্তিতে লোনের সুবিধা। কারণ এককালীন বেশি টাকা খরচ করার বদলে ঋণের মাধ্যমে দু’চাকা ক্রয়ের প্রবণতা বেশি। ফলে ইতিপূর্বে দেশের প্রথম সারির টু-হুইলার বা ফোর-হুইলার নির্মাতাদের সঙ্গে একাধিক ব্যাঙ্কের জোট বাঁধতে লক্ষ্য করা গিয়েছে। এবার গ্রাহক সুবিধার্থে AU Small Finance Bank সঙ্গে গাঁটছড়া বাঁধার ঘোষণা করল ভারতের বৃহত্তম ই-স্কুটার ব্র্যান্ড Hero Electric।

হিরো ইতিমধ্যেই দেশের একাধিক বড় ব্যাঙ্কিং প্রতিষ্ঠান এবং লোন সরবরাহকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে। সেই তালিকায় এখন যুক্ত হয়েছে এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্কের নাম। এই উদ্যোগের ফলে হিরো ইলেকট্রিকের বৈদ্যুতিক স্কুটার কিনতে ইচ্ছুকরা তাদের পার্টনার ব্যাংকের সাহায্যে সহজেই লোনের সুবিধা পাবেন ক্ষমতা অনুযায়ী মাসিক কিস্তির মাধ্যমে লোন পরিশোধের সময়সীমা বেছে নিতে পারবেন গ্রাহকরা। হিরো ইলেকট্রিকের ঝুলিতে থাকা ১৪টি মডেলেই সুবিধাটি উপলব্ধ

এই প্রসঙ্গে হিরো ইলেকট্রিকের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সোহিনদার গিল বলেন, “২০২৭ সালের মধ্যে ভারতে ব্যাটারী চালিত দুই চাকার সম্পূর্ণরূপে বিকাশ ঘটবে। আর সেজন্য এই সেক্টরে অর্থনৈতিক সুবিধা পরোক্ষভাবে গতি প্রদান করবে। এইউ স্মল ফিন্যান্স ব্যাংকের সঙ্গে আমাদের এই জোট বন্ধনের ফলে গ্রাহকগণ আমাদের স্কুটার কেনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক সুবিধা পাবেন যা তাদের সামগ্রিক অভিজ্ঞতাকে উন্নীত করবে। সহজতর কিস্তির সুবিধা পেয়ে ক্রেতাগণ স্বাচ্ছন্দের সাথে ইলেকট্রিক ভেইকেলের জগতে প্রবেশ করবে। তাছাড়াও আমরা জিরো কার্বন নির্গমনের লক্ষ্যে বদ্ধপরিকর।”

এইউ স্মল ফিন্যান্স ব্যাংকের চিফ অফ হুইল ভাস্কর কারকেরা জানান, ” বিগত কয়েক বছরের মধ্যেই ব্যাটারি চালিত যানবাহনের সংখ্যা লক্ষণীয় ভাবে বৃদ্ধি পাচ্ছে। আর আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি। এভাবেই আমরা National Determinded Contribution (NDC) উদ্যোগে যথাযথ যোগদান করতে পারব। হিরো ইলেকট্রিকের সঙ্গে আমাদের যৌথ সহাবস্থান এই লক্ষ্যমাত্রার উদ্দেশ্যেই আরোও একধাপ হিসাবে পরিগণিত হবে।”