বুড়ো হাড়ের ভেলকি! পরপর দু’বার 1 লক্ষ ব্যাটারি স্কুটার বিক্রির নজির Hero Electric এর

ভারতের অন্যতম পুরনো বৈদ্যুতিক স্কুটার নির্মাতা হিরো ইলেকট্রিক (Hero Electric) এই নিয়ে পরপর দু’বার ১ লক্ষ ইউনিট বিক্রির নজির গড়ার কথা ঘোষণা করল। ২০২১-২২ অর্থবর্ষেও সংস্থাটি ১ লক্ষ ইলেকট্রিক স্কুটার বিক্রির মাইলফলক স্পর্শ করেছিল। এই নিয়ে দ্বিতীয়বার হিরোর এই সাফল্য। বর্তমানে তাদের ঝুলিতে রয়েছে – Photon, Optima, NYX, Eddy এবং Atria। বিভিন্ন ভ্যারিয়ন্টে উপলব্ধ মডেলগুলি।

Hero Electric গত অথবর্ষে 1 লক্ষ ই-স্কুটার বিক্রি কর

২০২২-২৩ অর্থবর্ষে সংস্থাটি ১,০০০ কোটি টার্নওভার পার করার কথা জানিয়েছে। যা আগের বছরের চাইতে ২০ শতাংশ বেশি। এই প্রসঙ্গে হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দর গিল বলেন, “এই অর্জন, দীর্ঘস্থায়ী এবং পরিবেশবান্ধব পরিবহণের প্রতি আমাদের নিরন্তর প্রচেষ্টার ফল। এটি আমাদের পণ্যের প্রতি ক্রেতাদের ভরসা চিহ্নিত করে।”

Hero Electric-এর সাম্প্রতিক লঞ্চ

সম্প্রতি হিরো ইলেকট্রিক বাজারে একসাথে তিনটি নতুন মডেল লঞ্চ করেছে – ডুয়েল ব্যাটারি সমেত Optima CX5.0, Optima CX2.0 এবং ডুয়েল ব্যাটারি সহ NYX। সংস্থার দাবি তাদের এই মডেলগুলি উন্নত পাওয়ারট্রেন, বর্ধিত সুরক্ষা এবং স্মার্ট কানেক্টেড মোবিলিটি সমেত এসেছে। এই প্রসঙ্গে গিল বলেন, “আমরা আমাদের উদ্ভাবনের ধারা অব্যাহত রাখব। বাজারে ক্রেতাদের চাহিদা পূরণ করা এবং কার্বনের নির্গমন কমানোর জন্য নতুন টু-হুইলার নিয়ে আসব।”

পরিবেশবান্ধব যানবাহন বেছে নেওয়ার প্রতি সরকারের নিরন্তর প্রচার চালানোর প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে হিরো ইলেকট্রিক তাদের উৎপাদনের সক্ষমতা এবং ডিলারশিপের সংখ্যা বাড়িয়ে চলেছে। বর্তমানে ৫ লক্ষ টু-হুইলার নির্মাণের সক্ষমতা রয়েছে হিরোর। আবার রাজস্থানে একটি নতুন পরিবেশবান্ধব কারখানা করার পরিকল্পনা করছে তারা। যেখানে বছরে ২০ লক্ষ ইউনিট উৎপাদন হবে।

বৈদ্যুতিক যানবাহনের বাজারে ফাইন্যান্সিং, চার্জিং পরিকাঠামো, এবং সার্ভিস নেটওয়ার্কের সম্প্রসারণের জন্য বিভিন্ন সংস্থার সাথে জোট বেঁধে চলেছে হিরো ইলেকট্রিক। আবার পিজিও উদ্যোগের আওতায় ২৫,০০০-এর বেশি কারিগরকে পুনরায় প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। আবার গ্রাহকদের রেঞ্জের দুশ্চিন্তা দূর করতে চলতি বছরের মধ্যে ২০,০০০ চার্জিং স্টেশন বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে দেশীয় সংস্থাটি।