Royal Enfield এর দাপট কমতে পারে অচিরেই, চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হিরো-হোন্ডা-বাজাজ

ভারত হোক বা আন্তর্জাতিক বাজার, মিডলওয়েট মাঝারি ওজনের মোটরসাইকেলের দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। গোটা বিশ্বে প্রতি বছর প্রায় ২০ লক্ষ মিড-সাইজ বিক্রি করে তারা। এই সেগমেন্টে বিশ্বজুড়ে ১০ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে তাদের দখলে। আবার ভারতে মিড-ওয়েট বাইকের বাজারে ৯০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে তাদের। ভবিষ্যতে ব্যবসা অধিক সম্প্রসারণের লক্ষ্য রয়েছে রয়্যাল এনফিল্ডের। যার জন্য তারা চলতি আর্থিকবর্ষে চারটি নয়া মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যার মধ্যে আছে – Himalayan 450, RE Shotgun 650 সহ দু’টি নতুন মডেল।

Royal Enfield এর দাপট কমাতে Hero, Honda ও Bajaj নতুন বাইক আনছে

বর্তমমানে Hero MotoCorp, Honda ও Bajaj Auto-র মতো সংস্থা রয়্যাল এনফিল্ডের প্রতিপত্তি ম্লান করতে তৎপর হয়ে উঠেছে। আগামী কয়েক মাসের মধ্যে সম্মিলিতভাবে প্রায় ডজন খানেক মাঝারি ওজনের মোটরসাইকেল লঞ্চ করবে তারা। খবর যদি সত্যি হয়, তবে চলতি বছরের শেষে হিরো মোটোকর্প উক্ত সেগমেন্টে একটি নতুন মডেল লঞ্চ করবে। যা মার্কিন প্রিমিয়াম বাইক নির্মাতা হার্লে-ডেভিডসন (Harley-Davidson)-এর সাথে যৌথভাবে নির্মিত হবে।

অন্যদিকে বাজাজ অটো ২০২৩-এর শেষ অথবা ২০২৪-এর শুরুতে নতুন প্রজন্মের KTM 390 Duke লঞ্চের পরিকল্পনা করছে। নতুন অ্যাঙ্গুলার এলইডি হেডলাইট, শার্প ট্যাঙ্ক শ্রাউড সহ ফুয়েল ট্যাঙ্ক, এগজস্ট সিস্টেম এবং টেললাইট দ্বারা অধিক আকর্ষণীয়ভাবে আসবে বাইটি। এতে আবার নতুন ট্রেলিস ফ্রেম এবং অ্যালুমিনিয়াম সাবফ্রেম থাকছে। উন্নত টিএফটি ডিসপ্ল এবং টুইক ব্রেক সমেত হাজির হতে পারে। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে থাকবে একটি ৩৯৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে ৪৩.৫ পিএস শক্তি এবং ৩৭ এনএম টর্ক পাওয়া যাবে।

তাছাড়া ব্রিটিশ প্রিমিয়াম বাইক নির্মাতা ট্রয়াম্ফের সঙ্গে জোট বেঁধে চলতি মাসেই প্রথম মডেল উন্মোচন করবে বলে নিশ্চিত করেছে বাজাজ। যা প্রথমে ব্রিটেনে আত্মপ্রকাশ করবে। আর হোন্ডা তাদের ৩৫০ সিসি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নতুন মোটরসাইকেলের উপর কাজ করছে। আবার ৩০০ সিসির একটি নতুন ক্রুজারও ভারতে আনবে জাপানি সংস্থাটি।