ব্লুটুথ, নেভিগেশন-সহ কত্ত কী! তরুণ প্রজন্মকে মাথায় রেখে নতুন Hero Karizma-র বড় চমক

একসময়কার কিংবদন্তি বাইক Karizma-কে নতুন অবতারে আনার জন্য হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর প্রস্তুতি তুঙ্গে। নয়া ভার্সনটি Karizma XMR 210 নামে আগামী ২৯ আগস্ট লঞ্চ করা…

একসময়কার কিংবদন্তি বাইক Karizma-কে নতুন অবতারে আনার জন্য হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর প্রস্তুতি তুঙ্গে। নয়া ভার্সনটি Karizma XMR 210 নামে আগামী ২৯ আগস্ট লঞ্চ করা হবে। Yamaha YZF R15 V4 ও Royal Enfield Bullet 350-এর সাথে টক্কর নিতে মোটরসাইকেলটির দাম ২ লক্ষ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে। আর এখন লঞ্চের আগেই নতুন কারিজমার বেশ কিছু ফিচার্স প্রকাশ্যে এসেছে।

Hero Karizma XMR 210 আধুনিক ফিচার্স পাচ্ছে

আসন্ন নতুন কারিশমা তাদের প্রিমিয়াম ডিলারশিপ নেটওয়ার্ক থেকে বিক্রি করার পরিকল্পনা করছে হিরো। যেখান থেকে Harley-Davidson X440 মডেলটিও বেচবে তারা। ফাঁস হওয়া ছবিতে নতুন Karizma XMR 210-এ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের দেখা মিলেছে। যেখানে ট্রিপ মিটার, স্পিডোমিটার, গ্রিপ পজিশন ইন্ডিকেটর, ওডোমিটার, ট্যাকোমিটার সহ বিভিন্ন তথ্য ভেসে উঠবে। স্মার্টফোন কানেক্টেভিটি ও টার্ন বাই টার্ন নেভিগেশনের সুবিধাও মিলবে এতে।

কারিশমা এক্সএমআর নতুন ২১০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। গতির সাথে তাল মেলাতে এতে উপলব্ধ ৬-স্পিড গিয়ারবক্স। এটি থেকে সর্বোচ্চ ২৫ বিএইচপি শক্তি এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন হবে। ট্রেলিস ফ্রেমের ওপর ভিত্তি করে আসা বাইকটির সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন থাকছে। স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে এতে ডুয়েল চ্যানেল এবিএস মিলবে।

Hero Karizma XMR 210 তার অগ্রজের চাইতে পুরোদস্তুর নতুন দর্শনে হাজির হবে। সামনের দর্শন বৃদ্ধিতে বিশেষভাবে অবদান রাখবে এর আকর্ষণীয় হেডল্যাম্প। শোভা বাড়াবে সুন্দর ডিজাইনের প্যানেল, উঁচু হ্যান্ডেলবার, টু পিস সিট, ব্ল্যাক আউট অ্যালয় হুইল, এলইডি হেড ল্যাম্প-টেল ল্যাম্প।