রাত পোহালেই বড় ধামাকা, নতুন দুই বাইকের সঙ্গে প্রথম ম্যাক্সি স্কুটার লঞ্চ করতে পারে Hero

আগামীকাল হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর জন্য একটি স্মরণীয় দিন হতে চলেছে। সংস্থার সবচেয়ে প্রিমিয়াম বাইক হিসাবে Mavrick 440 মডেলটি তো লঞ্চ হচ্ছেই। একইসাথে তরুণ প্রজন্মের…

আগামীকাল হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর জন্য একটি স্মরণীয় দিন হতে চলেছে। সংস্থার সবচেয়ে প্রিমিয়াম বাইক হিসাবে Mavrick 440 মডেলটি তো লঞ্চ হচ্ছেই। একইসাথে তরুণ প্রজন্মের মন জয়ে Xtreme 125R নামে একটি স্টাইলিশ কমিউটার বাইকও বাজারে আনবে হিরো। এদিকে সংস্থা কিছু না বললেও, আগামীকাল কোম্পানি ভারতে তাদের প্রথম ম্যাক্সি-স্কুটার, Xoom 160-এর উপর থেকেও পর্দা সরাতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। এটি এখনও পর্যন্ত হিরোর সবচেয়ে সুন্দর ও পাওয়ারফুল স্কুটি হতে চলেছে।

Hero Xoom 160 কাল ভারতে উন্মোচিত হতে পারে

গুরগাঁওয়ের কোম্পানিটি গত বছর ইতালির মিলান মোটরসাইকেল শো-তে (EICMA 2023) প্রথমবার ওই স্কুটারটি সামনে এনেছিল। ১৬০ সিসি সেগমেন্টে হিরোর প্রথম স্কুটার এটি। ছবিতে স্পষ্টতই করে বোঝা যাচ্ছে, Hero Xoom 160 আদতে একটি অ্যাডভেঞ্চার রেডি ম্যাক্সি স্কুটার। চেহারা যেমন লম্বা তেমনই বিশাল। অফ-রোডিংয়ের জন্য বেশ উপযুক্ত হবে এটি।

স্কুটারটিতে ট্রান্সপারেন্ট ভাইজার বর্তমান এবং সেকেন্ডারি বিকের মাঝখানে এলইডি হেডলাইট অবস্থিত। সিঙ্গেল পিস সিট এবং একটি টপ বক্স মাউন্টের দেখা মিলবে এতে। তবে দ্বিতীয়টি কেবলমাত্র অ্যাক্সেসরিজ হিসেবে অফার করা হতে পারে। হাই পারফরম্যান্সের জন্য নতুন Hero Xoom 160 একটি ১৫৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে আসবে। যদিও পাওয়ার বা টর্ক আউটপুট কত হবে, তা এখনই বলা যাচ্ছে না।

হিরো জুম ১৬০ স্কুটারে হার্ডওয়্যার হিসাবে উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার শক। ১৪ ইঞ্চি হুইলের সাথে সামনে ও পেছনে ডিস্ক ব্রেক বর্তমান। গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে থাকছে এলইডি ইলুমিনেশন, স্মার্ট কি, ইগনিশন ডায়াল, রিমোট কি ইগনিশন এবং স্মার্টফাইন্ড। জুম ১৬০ মডেলটির দাম ১.২ থেকে ১.৩ লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখা হলে বাজারে ঝড় তুলবে বলেই আশা করা যায়।