হোন্ডার থেকে 1.90 লক্ষ বেশি! বিক্রির নিরিখে চিরপ্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে হারাল Hero

জুন শুরু হতে ভারতের অটোমোবাইল সংস্থাগুলি একে একে আগের মাসের বিক্রির পরিসংখ্যান প্রকাশ করছে। এবারে যেমন নিজেদের বেচাকেনা হাল হাকিকত নিয়ে হাজির হল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। দেখা গেছে, মে’তে সংস্থাটি ৫,১৯,৪৭৪ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। যেখানে ২০২২-এর মে’তে বেচাকেনা হয়েছিল ৪,৮৬,৭০৪ ইউনিট। ফলে গত মাসের বিক্রিতে ৭% অগ্রগতি প্রত্যক্ষ করেছে হিরো।

Hero MotoCorp-এর বাইক ও স্কুটারের বিক্রি বৃদ্ধি পেল

বরাবরের মতো এবারেও দেশের বৃহত্তম টু-হুইলার কোম্পানির তকমা নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে হিরো মোটোকর্প। দ্বিতীয় স্থানে থাকা হোন্ডার তুলনায় তাদের প্রায় ১.৯০ লক্ষ ইউনিট বেশি বিক্রি হয়েছে। আসন্ন কয়েক মাসে চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী হিরো। কারণ কৃষিকাজ ভাল হওয়ার সুবাদে গ্রামীণ বাজার মাথা তুলে দাঁড়াচ্ছে।

গত মাসে হিরো ৪,৮৯,৩৩৬টি মোটরসাইকেল বেচেছে। যেখানে এক বছর আগে ওই সময়ে এই সংখ্যাটি ছিল ৪,৫২,২৪৬। তবে স্কুটারের বিক্রিতে আগের বছর ওই সময়ের (৩৪,১৩৮ ইউনিট) তুলনায় মে’তে (৩০,১৩৮ ইউনিট) পতন দেখা গেছে। এদিকে শুধু ভারতের বাজারে টু-হুইলারের বিক্রি আগের বছর মে’এর (৪,৬৬,৪৬৬ ইউনিট) তুলনায় গত মাসে (৫,০৮,৩০৯ ইউনিট) অনেকটা বাড়তে দেখা গেছে। ২০২২-এর মে’তে ২০,২৩৮ ইউনিট রপ্তানি হলেও গত মাসে সেটা পরিমাণ কমে দাঁড়িয়েছে ১১,১৬৫ ইউনিটে।

Hero HF Deluxe Canvas Black Edition লঞ্চ

হিরো সদ্য HF Deluxe এর আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। চারটি কালার অপশনে বেছে নেওয়া যাবে বাইকটি – নেক্সাস ব্লু, ক্যান্ডি ব্লেজিং রেড, ব্ল্যাক সহ হেভি গ্রে এবং স্পোর্টস রেড সহ ব্ল্যাক। দাম ৬০,৭৬০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬৭,২০৮ টাকা পর্যন্ত (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।