ধামাকার জন্য তৈরি থাকুন, বাজারে আসছে Hero Hurikan 440, এই জাঁদরেল বাইকে সবাই হবে কাবু

Published on:

Hero Hurikan 440 Come Soon

ভারতে ৩৫০-৫০০ সিসি মোটরসাইকেল সেগমেন্টে চাহিদা বাড়ার কারণে কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতার মাপকাঠি কঠিনতর হয়ে উঠছে। এক্ষেত্রে বরাবর নেতৃত্ব প্রদান করে এসেছে দেশের অন্যতম জনপ্রিয় রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। কিন্তু এবারে উক্ত গোত্রে নিজেদের উপস্থিতি প্রকট করতে উদ্যত হিরো মোটোকর্প (Hero MotoCorp)। ইঁদুর দৌড়ে এগিয়ে আসতে সম্প্রতি Harley-Davidson X440 লঞ্চ করেছে তারা। এবারে আরও এক নতুন মডেল আনার প্রস্তুতি চালাচ্ছে হিরো। এদেশে ‘Hurikan 440’ নামের জন্য ট্রেডমার্ক দায়ের সেই জল্পনাতে উসকানি দিয়েছে। আবার কিছুদিন আগেই দেশীয় সংস্থাটি ‘Nightster 440’ নামের জন্য ট্রেডমার্ক দায়ের করেছিল।

Hero Hurikan 440 আসছে বাজারে

Hero Hurikan 440 বাজারে এলে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি মোটরসাইকেলগুলির সাথে সম্মুখ সমরে নামবে। এদিকে ৪০০ সিসির প্রিমিয়াম সেগমেন্ট সম্প্রতি হাজির হয়েছে Triumph Speed 400। আবার আসতে চলেছে Triumph Scrambler 400X। Harley-Davidson X440-এর একই প্ল্যাটফর্ম ব্যবহার করে নেকেড অবতারে আসবে হিরোর নতুন বাইকটি। এমনকি সমান যন্ত্রাংশ ও ইঞ্জিন ব্যবহার করা হবে।

যদিও Hero Hurikan 440-এর বিষয়ে এখনও বিস্তারিত কোন তথ্য উন্মোচিত হয়নি। বিশেষজ্ঞদের দাবি, মোটরসাইকেলটি রেট্রো থিম বহন করবে। তার জেরে এতে গোলাকৃতি হেডল্যাম্প, পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, বার-এন্ড মিরর, চওড়া হ্যান্ডেলবার, স্পোর্টি এগজস্ট পাইপ এবং একটি সার্কুলার ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের দেখা মিলবে।

এগিয়ে চলার শক্তি যোগাতে আসন্ন বাইকটিতে ৪৪০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল/এয়ার-কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হবে, যা Harley-Davidson X440-এও উপস্থিত। এটি থেকে ৬,০০০ আরপিএম গতিতে ২৭ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ৩৮ এনএম টর্ক উৎপন্ন হবে। Harley X440-এর সাথে মিল থাকলেও, ইঞ্জিনের টিউনিং ভিন্ন হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

হিরো মোটোকর্প তাদের আসন্ন প্রিমিয়াম মোটরসাইকেল দুটি ভিন্ন সেগমেন্টে আনবে। এগুলি হল – কোর প্রিমিয়াম এবং আপার প্রিমিয়াম। Hero Hurikan 440 আপার প্রিমিয়ামের অন্তর্ভুক্ত হবে। এটি বেশি সংখ্যক ক্রেতার পছন্দের কথা মাথায় রেখে আনা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥