Hero Splendor to TVS Sport Best Mileage Bikes in India in 2024

Best Mileage Bikes: লিটারে 80-র উপর মাইলেজ দিচ্ছে এই 5 বাইক, দামও সামান্য

গ্রীষ্মের হাঁসফাঁসানি গরমের সাথে অগ্নিমূল্য জ্বালানি, সবমিলিয়ে নাজেহাল দেশবাসী। পেট্রোল পাম্পে গিয়ে পকেটের টান কমাতে তাই বহু মানুষ বেশি মাইলেজ যুক্ত মোটরসাইকেলকে পছন্দের তালিকায় সবার প্রথমে রাখেন। এতে কম খরচে বেশি পথ চলা যায়। আবার বেশি মাইলেজের পাশাপাশি সস্তা হলে তো আর কথাই নেই, শয়ে শয়ে মানুষ সেই বাইক কিনতে লাইনে দাঁড়ান। এই প্রতিবেদনে দেশের সবচেয়ে বেশি মাইলেজ প্রদানকারী পাঁচটি সেরা মোটরসাইকেলের হদিশ রইল।

Hero Splendor Plus XTEC (মাইলেজ ৮৩.২ কিমি/লিটার)

ভারতে সর্বাধিক মাইলেজ প্রদানকারী বাইকের তালিকা শীর্ষস্থানে রয়েছে Hero Splendor Plus XTEC। বহু ফিচার্স দ্বারা সমৃদ্ধ মডেলটি এক লিটার পেট্রোলে ৮৩.২ কিলোমিটার পথ চলতে সক্ষম। এতে উপস্থিত xSens ও i3S টেকনোলজি এত বেশি মাইলেজ পেতে সহায়তা করে। উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে রয়েছে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, মাইলেজ ইন্ডিকেটর এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ। এতে উপস্থিত ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। দাম ৭৯,৯৯১ টাকা (এক্স-শোরুম)।

Hero Splendor Plus (মাইলেজ ৮০.৬ কিমি/লিটার)

Hero Splendor Plus ভারতের অন্যতম সর্বাধিক মাইলেজ প্রদানকারী বাইক। i3S প্রযুক্তির সাহায্যে এই এটি ৮০.৬ কিমি/লিটার মাইলেজ প্রদান করে। Splendor Plus-এ রয়েছে ১৩০ মিমি রিয়ার ব্রেক, উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, অ্যালয় হুইল, স্পোর্টি গ্রাফিক্স ইত্যাদি। এতে উপস্থিত একটি ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। মডেলটির মূল্য ৭৫,১৪১ টাকা (এক্স-শোরুম)।

TVS Sport (মাইলেজ ৭৩ কিমি/লিটার)

TVS Motor এখনো পর্যন্ত ভারতে তাদের ২৫ লক্ষের বেশি TVS Sport বিক্রি করেছে। বর্তমান মডেলটিতে রয়েছে সম্পূর্ণ নতুন গ্রাফিক্স এবং স্পোর্টি ডিজাইন। এতে ডিআরএল না থাকলেও রয়েছে অটোমেটিক হেডলাইট অন ফিচার। বাইকটি ৭৩ কিমি/লিটার মাইলেজ দেয়। রয়েছে ১০৯ সিসি ইঞ্জিন। দাম ৬৪,২৫০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Bajaj Platina 100 (মাইলেজ ৭২ কিমি/লিটার)

Bajaj Platina 100 হচ্ছে একটি সস্তার কমিউটার মোটরসাইকেল। এর ১০২ সিসি ইঞ্জিনটি প্রতি লিটারে ৭২ কিলোমিটার মাইলেজের প্রতিশ্রুতি দেয়। এতে উপস্থিত গ্রাফিক্স, অ্যালয় হুইল, এলইডি ডিআরএল, নতুন রিয়ার ভিউ মিরর এবং ইলেকট্রিক স্টার্ট। বাইকটির দাম ৬১,৬৫০ টাকা (এক্স-শোরুম)।

Bajaj Platina 110 (মাইলেজ ৭০ কিমি/লিটার)

শক্তি এবং স্টাইলিশ ডিজাইনের জন্য Bajaj Platina 110 অতি জনপ্রিয়। বাইকটির ১৫.৪৫ সিসি ইঞ্জিন এক লিটার পেট্রোলে ৭০ কিলোমিটার মাইলেজ দেয়। Platina 110 আবার এবিএস সমেত বেছে নেওয়া যায়। সেগমেন্ট ফার্স্ট এই সেফটি ফিচার্স যুক্ত বাইকটি কিনতে খরচ পড়ে ৬৭,০২৭ টাকা (এক্স-শোরুম)।