Hero Xpulse 420 নিয়ে বড় খবর, হিরোর এই দুর্ধর্ষ বাইক কবে লঞ্চ হতে চলেছে জেনে নিন

Hero Xpulse 420-কে ঘিরে অ্যাডভেঞ্চার বাইক প্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষায় থাকার কথা নতুন কিছু নয়। কিন্তু এবারে সেই অপেক্ষার সময় আরও দীর্ঘায়িত হল। এই ডুয়াল পারপাজ মোটরসাইকেল বাজারে আসতে আসতে সময় গড়িয়ে ২০২৫ সাল হতে পারে বলে জানা গিয়েছে। একটি রিপোর্ট থেকে । একটি রিপোর্ট অনুযায়ী, হিরোর ন্যাশনাল ডিলার কনফারেন্সে উপস্থিত থাকা সূত্রের মাধ্যমে তেমনই দাবি করা হয়েছে।

Hero Xpulse 420 বাজারে আসতে বিলম্ব হবে

Hero Xpulse 420 বাজারে আনতে দেরি হতে পারে। ২০২৫ সালে এটি অফিশিয়ালি লঞ্চহতে পারে বলে জানা গেছে। মোটরসাইকেলটি বিশ্ববাজারে আত্মপ্রকাশের আগে সমস্ত দিক ভালভাবে খতিয়ে দেখা হবে বলে নিশ্চিত করেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। বর্তমানে সংস্থার গবেষণা এবং উন্নয়ন দল মোটরসাইকেলটির খুঁটিনাটি পরীক্ষা করে দেখার কাজ চালাচ্ছে।

প্রায় তিন বছর আগে Hero Xpulse 420 এর প্রোটোটাইপ মডেলের উপর থেকে পর্দা সরানো হয়েছিল। কিন্তু তারপর থেকে বাইকটির আগমন সম্পর্কে কোনো খবরাখবর সামনে আসেনি। এদিকে Xpulse-এর বর্তমান মডেলটি অফ-রোডিংয়ে সক্ষম। তবে শক্তির ঘাটতি থাকার কারণে এটি হাইওয়ে ক্রুজিংয়ের জন্য উপযুক্ত নয়। তবে সিটি রাইড কোয়ালিটি বেশ ভাল এবং মাইলেজের দিক থেকে সন্তাষজনক বলা যায়।

Xpulse 420 প্রধানত দুই ধরনের ক্রেতাদের জন্য তৈরি করা হচ্ছে। এক Xpulse 200-র ব্যবহারকারীদের বড় ইঞ্জিনের স্বাদ দিতে। দুই বেশি অ্যাডভেঞ্চার বাইকের প্রতি উৎসাহিত এমন গ্রাহকদের জন্য। বাজারে এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে BMW G310GS, KTM 390 Adventure ও Royal Enfield 411। আগামী বছর মিলান মোটরসাইকেল শোতে বাইকটির প্রোডাকশন মডেলের ঝলক দেখানো হতে পারে। এর দাম ২.৫-২.৭ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।