Honda-র নতুন 160cc বাইকের 5 অজানা তথ্য, যা আপনার রাতের ঘুম কাড়ার জন্য যথেষ্ট

রোজ রোজ সাদামাটা কমিউটার মোটরসাইকেল চালানোর একঘেয়েমি দূর করতে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) বাজারে নতুন মডেল লঞ্চ করেছে। গত মঙ্গলবার ভারতে…

রোজ রোজ সাদামাটা কমিউটার মোটরসাইকেল চালানোর একঘেয়েমি দূর করতে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) বাজারে নতুন মডেল লঞ্চ করেছে। গত মঙ্গলবার ভারতে ১৬০ সিসির SP160 হাজির করেছে হোন্ডা (Honda)। কমিউটার মডেল হিসাবে এলেও এতে স্পোর্টি স্টাইল সুস্পষ্ট। Unicorn ও X-Blade-এর পর এটি সংস্থার ১৬০ সিসির তৃতীয় মডেল হিসেবে এসেছে। চলুন Honda SP160-এর পাঁচ বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক।

Honda SP160 : ইঞ্জিন

X-Blade-এর ইঞ্জিন সমেত হাজির হয়েছে Honda SP160। পরিবর্তন বলতে এটি কেবল BS6 Phase 2 নির্গমন বিধি পালন করে এসেছে। ১৬২.৭১ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন থেকে ৭৫০০ আরপিএম গতিতে ১৩.২৭ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএম গতিতে ১৪.৫৮ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে উপলব্ধ ৫-গতির গিয়ারবক্স।

Honda SP160 : ফিচার্স

SP160-তে বৈশিষ্ট্য হিসেবে দেওয়া হয়েছে এলইডি হেডল্যাম্প, হ্যাজার্ড সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ। এছাড়া রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে রাইডিং সম্পর্কিত বিভিন্ন তথ্য ভেসে উঠবে। যেমন ক্লক, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল গজ, স্পিডোমিটার, ট্যাকোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার এবং জ্বালানি সম্পর্কিত বিভিন্ন তথ্য।

Honda SP160 : স্পোর্টি লুক

আগেই বলা হয়েছছ কমিউটার বাইক হওয়া সত্ত্বেও Honda SP160-তে স্পোর্টি লুক বর্তমান। যা তরুণ প্রজন্মের ক্রেতাদের বেশি করে আকৃষ্ট করতে সক্ষম। বাইকটির শোভা বাড়াতে বিশেষভাবে সহায়তা করেছে হেডল্যাম্পের আগ্রাসী কাউল, ট্যাঙ্ক শ্রাউড সমেত পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক এবং আন্ডারবেলি কাউল।

Honda SP160 : হার্ডওয়্যার

হোন্ডা তাদের নতুন ১৬০ সিসির SP160-তে একটি ডায়মন্ড টাইপ ফ্রেম ব্যবহার করেছে। এতে সাসপেনশনের দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক। সামনে ২৭৬ মিমি ডিস্ক ব্রেক রয়েছে। আবার পেছনে ২২০ মিমি ডিস্ক এবং ১৩০ মিমি ড্রাম ব্রেক সহ বেছে নেওয়া যাবে বাইকটি।

Honda SP160 : দাম ও ভ্যারিয়েন্ট

হোন্ডা এদেশ SP160 দুই ভ্যারিয়েন্টে হাজির করেছে – ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল ডিস্ক। এদের দাম যথাক্রমে ১.২২ লক্ষ ও ১.১৮ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। দুটিই এক্স-শোরুম মূল্য অনুযায়ী।