Honda CB350: রয়্যাল এনফিল্ডের ঘুম কাড়ছে এই বাইক, দাম এখানে সবার থেকে কম

Royal Enfield Classic 350-কে টেক্কা দিতে সম্প্রতি ভারতে Honda CB350 লঞ্চ হয়েছে। জাপানি সংস্থার এই রেট্রো মোটরসাইকেলটি এনফিল্ডের বাজারে ভাগ বসাতে পারে বলে মনে করছেন…

Royal Enfield Classic 350-কে টেক্কা দিতে সম্প্রতি ভারতে Honda CB350 লঞ্চ হয়েছে। জাপানি সংস্থার এই রেট্রো মোটরসাইকেলটি এনফিল্ডের বাজারে ভাগ বসাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি মোট পাঁচটি রঙের বিকল্পে উপলব্ধ। ক্লাসিক বা বুলেটের বিকল্প হিসাবে ইতিমধ্যেই অনেকে বাইকটি কেনার পরিকল্পনা করে ফেললেও, অন-রোড প্রাইস জানেন না। তাহলে চলুন দেখে নিই দেশের দশটি বড় শহরে Honda CB350 মডেলের দাম।

মুম্বাই :
DLX – 2,37,521
DLX Pro – 2,57,929

বেঙ্গালুরু :
DLX – 2,54,137
DLX Pro – 2,75,974

দিল্লি :
DLX – 2,29,525
DLX Pro – 2,49,217

পুণে :
DLX – 2,37,521
DLX Pro – 2,57,929

নভি মুম্বাই :
DLX – 2,37,447
DLX Pro – 2,57,848

হায়দ্রাবাদ :
DLX – 2,37,521
DLX Pro – 2,57,929

আমেদাবাদ :
DLX – 2,25,527
DLX Pro – 2,44,861

চেন্নাই :
DLX – 2,29,525
DLX Pro – 2,49,217

কলকাতা :
DLX – 2,33,523
DLX Pro – 2,53,573

চন্ডিগড় :
DLX – 2,33,449
DLX Pro – 2,53,492

উপরে দেখা যাচ্ছে Honda CB350-এর দাম সবচেয়ে কম আমেদাবাদে এবং কিনতে সবচেয়ে বেশি খরচ হবে বেঙ্গালুরুতে। প্রসঙ্গত, এক্স শোরুম দামের সাথে বীমা এবং আরটিও চার্জ যুক্ত হওয়ার পর অন-রোড প্রাইস ধার্য হয়েছে। তাই ডিলার এবং রাজ্য ভেদে এর পরিমাণ আলাদা হয়।

পারফরম্যান্সের কথা বললে, নতুন Honda CB350-এ 348.6 সিসি, এয়ার কুল্ড ইঞ্জিন আছে। যা সর্বোচ্চ 20.78 বিএইচপি এবং 30 এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনকে শক্তি জোগাতে রয়েছে ফাইভ-স্পিড গিয়ারবক্স। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে এলইডি ইলুমিনেশন, এমার্জেন্সি স্টপ সিগনাল, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এবিএস, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, সাইড স্ট্যান্ড কাট অফ এবং ভয়েস কন্ট্রোল।