Honda cb350rs launched in malaysia

ভারতের থেকে প্রায় দেড় লক্ষ টাকা বেশি দাম, রয়্যাল এনফিল্ডের স্টাইল হোন্ডার এই বাইকে

ভারতের পর এবার মালয়েশিয়ার বাজার দখলের লড়াইয়ে সামিল হল হোন্ডা। রয়্যাল এনফিল্ডের মতো দেখতে সিবি৩৫০আরএস মোটরসাইকেলটি সে দেশে ২০,৫০০ রিঙ্গিত (এক্স-শোরুম) মূল্যে লঞ্চ করেছে জাপানি সংস্থাটি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩.৬২ লক্ষ টাকা। এটি দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে – অ্যাটলান্টিক ব্লু এবং ম্যাট ম্যাসিভ মেটালিক গ্রে। চলুন বাইকটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

নিও রেট্রো ডিজাইনের হোন্ডা সিবি৩৫০আরএস মডেলে রয়েছে গোলাকৃতি এলইডি হেডলাইট এবং টিয়ার ড্রপ আকৃতির ট্যাঙ্ক। একই প্ল্যাটফর্মে তৈরি হোন্ডা সিবি৩৫০ হাইনেসের সঙ্গে একে আলাদা করেছে ব্ল্যাকড আউট এগজস্ট। আবার মেটাল ফেন্ডার বাদ দিয়ে রিয়ার সেকশন আরও স্লিম করা হয়েছে। হাই রাইজ রেন্ডারে নম্বর প্লেট ইন্টিগ্রেট করা হয়েছে।।

উল্লেখ্য, ভারতে বাইকটির এক্স-শোরুম মূল্য ২,১৪ লক্ষ টাকা থেকে শুরু। এটি ডিএলএক্স (বেস মডেল), ডিএলএক্স প্রো (মোনোটন), ডিএলএক্স প্রো (ডুয়াল টোন), ও হিউ এডিশনে কিনতে পাওয়া যায়। হাই-এন্ড ভ্যারিয়েন্টটির দাম ২.১৯ লক্ষ টাকা। আর অন-রোড বললে আড়াই লক্ষের বেশি।

মালয়েশিয়ার বাজারে লঞ্চ হওয়া হোন্ডা সিবি৩৫০আরএস ভারতে বিক্রিত মডেলটির বেস ডিএলএক্স ভ্যারিয়েন্টের অনুরূপ। পারফরম্যান্সের কথা বললে, মোটরসাইকেলটিতে উপস্থিত ৩৪৮.৩৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২১ পিএস শক্তি এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে ফাইভ স্পিড গিয়ার এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ উপলব্ধ। গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে রয়েছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম।