Honda CB500 Hornet: দেখলেই ফিদা হয়ে যাবেন, দেশে 500 সিসির হর্নেট আনছে হোন্ডা

ভারতে বিগ বাইক বিক্রির ক্ষেত্রে বিগত ক’মাসে হোন্ডা ইন্ডিয়া’র (Honda India) খানিকটা উদাসীনতা লক্ষ্য করা গেছে। কিন্তু এবারে ক্রেতাদের উন্মাদনা বাড়াতে নতুন মোটরসাইকেল হাজির করতে…

ভারতে বিগ বাইক বিক্রির ক্ষেত্রে বিগত ক’মাসে হোন্ডা ইন্ডিয়া’র (Honda India) খানিকটা উদাসীনতা লক্ষ্য করা গেছে। কিন্তু এবারে ক্রেতাদের উন্মাদনা বাড়াতে নতুন মোটরসাইকেল হাজির করতে চলেছে কোম্পানি। সম্প্রতি জাপানি সংস্থাটি CB1000 Hornet এর পর ভারতে Honda CB500 Hornet মডেলটির পেটেন্ট দায়ের করেছে। তাই আগামী কয়েক মাসের মধ্যে NX500-কে সঙ্গ দিতে এই বাইকটিও বাজারে আসছে বলে জোরদার জল্পনা শুরু হয়েছে।

ভারতে Honda CB500 Hornet এর ডিজাইন পেটেন্ট দায়ে হল

জানিয়ে রাখি, Honda CB500 Hornet আদতে একটি মাঝারি ওজনের স্ট্রিট নেকেড মোটরবাইক। ইতালির বিখ্যাত মিলান মোটরসাইকেল শো EICMA 2023-এ প্রদর্শিত হয়েছিল এই বাইক। তা দেখে হোন্ডা ভবিষ্যতে এমন ধরনের আরও একাধিক মোটরসাইকেল লঞ্চ করতে পারে বলে ধারণা করা হয়েছিল। হোয়াইট কালারের জন্য বাইকটি থেকে নজর ফেরানো মুশকিল।

Honda CB500 Hornet-এ ডিজাইনগত বৈশিষ্ট্য হিসেবে রয়েছে এলইডি হেডলাইট ক্লাস্টার, পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক এবং এর সাথে ট্যাঙ্ক এক্সটেনশন। তবে টেল সেকশনটি একদমই স্লিম। তাই লুকসে বাইকটির নম্বর কাটার উপায় নেই। ৪৭১ সিসি টুইন সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ৮,০০০ আরপিএম গতিতে ৪৭ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৪৩ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।

Honda CB500 Hornet স্টিল ডায়মন্ড ফ্রেমের উপর ভর করে আসবে। এর সাথে আছে ৪১ মিমি Showa SFF-BP ফ্রন্ট ফর্ক এবং ৫-স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল সহ রিয়ার মোনোশক সাসপেনশন। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলের সাথে সামনে 120/70ZR17 এবং পেছনে 160/60ZR17 সেকশন টায়ারে ছুটবে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে রয়েছে সামনে ২৯৬ মিমি টুইন এবং পেছনে ২৪০ মিমি সিঙ্গেল ডিস্ক ব্রেক। এর ওজন ১৮৮ কেজি এবং মাটি থেকে সিটের উচ্চতা ৭৮৫ মিমি।

Honda CB500 Hornet-এ গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে থাকতে পারে অল এলইডি ইলুমিনেশন, ডুয়েল চ্যানেল এবিএস এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। এই বাইকটি যদি ভারতের লঞ্চ হয় সেক্ষেত্রে স্ট্রিট নেকেড সেগমেন্টে হোন্ডার প্রথম ৫০০ সিসির মডেল হিসেবে আসবে। দাম ৫-৫.২ লাখ টাকা ধার্য করতে পারে হোন্ডা।