Honda-র ফাটাফাটি স্ক্র্যাম্বলার বাইক ভারতে আসছে, Royal Enfiield এর সঙ্গে জোর টক্কর

ইদানিং স্পোর্টস বাইকের থেকে ভারতের টু-হুইলারের বাজারে স্ক্র্যাম্বলারের প্রতি রাইডারদের আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে। এই জাতীয় মোটরসাইকেল দেখতে যেমন চমকপ্রদ, আবার রাইডিংয়ের আরামও বেশি। তাই গতে বাঁধা প্রথার উল্টো পথে হেঁটে অনেকেই এই বাইক বাড়ি নিয়ে আসছেন। দাপট বাড়াতে কোম্পানিগুলিও নাছোড়বান্দা। হোন্ডা (Honda) যেমন এবার ভারতে CL300 নামে একটি স্ক্র্যাম্বলার মোটরসাইকেল আনতে চলেছে বলে জল্পনা ছড়াল। দেশে বাইকটির ডিজাইন পেটেন্টও দায়ের করেছে তারা।

Honda CL300-এর ডিজাইন পেটেন্ট ফাইল হল

২০২৩-এর ২০ ফেব্রুয়ারি ডিজাইনের পেটেন্ট ফাইল করেছিল জাপানি সংস্থাটি। ফলে CL300 স্ক্র্যাম্বলার ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। এটি ডিজাইনের দিক থেকে CL500-এর সাথে অনেকাংশেই সদৃশ বলা যায়। রেট্রো স্টাইলের বাইকটিতে থাকবে একটি ২৮৬ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা CB300R-এও রয়েছে। এটি থেকে সর্বোচ্চ ২৬ এইচপি শক্তি উৎপাদিত হতে পারে। মোটরের সাথে থাকবে একটি স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ।

Honda CL300 কেমন বৈশিষ্ট্য থাকবে

হার্ডওয়্যার হিসাবে Honda CL300-এ থাকতে একটি ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়েল শক রিয়ার অ্যাবসর্বার। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে দেওয়া হবে ডুয়েল চ্যানেল এবিএস সহ উভয় চাকায় ডিস্ক ব্রেক। এর দাম Honda CB300R-এর সমান রাখা হতে পারে। যা ২.৭৭ লাখ টাকা (এক্স-শোরুম)। তবে প্রতিপক্ষদের সাথে দামের বিচারে টিকে থাকতে হলে বাইকটির স্থানীয়করণের প্রয়োজন।

ভারতের বাজারে হোন্ডা সিএল৩০০-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Royal Enfield Hunter 350। এদিকে হোন্ডার নতুন বাইক লঞ্চের প্রসঙ্গে এখনও অফিশিয়ালি কোন বার্তা এসে পৌঁছায়নি। যেহেতু এদেশে স্ক্র্যাম্বলার বাইকের জনপ্রিয়তা গগনচুম্বী হতে দেখা যাচ্ছে, তাই হোন্ডা এদেশে মডেলটি লঞ্চ করতে পারে বলে সম্ভাবনা রয়েছে।