Honda Dio Sports Edition: আকর্ষণীয় স্টাইল ও ঝলমলে রঙের সাথে নতুন হোন্ডা ডিও স্পোর্টস এডিশন স্কুটার লঞ্চ হল

Published on:

honda-dio-sports-edition-scooter-launched-in-india-price-rs-68-317

আরও বেশি স্টাইলিশ। রয়েছে চোখ ধাঁধানো গ্রাফিক্স। ভারতের বাজারে আজ সম্পূর্ণ নতুন সংস্করণে লঞ্চ হল তরুণ প্রজন্মের Honda Dio স্কুটার। নয়া ভার্সনটির নামকরণ করা হয়েছে Honda Dio Sports। উল্লেখ্য, এটি লিমিটেড এডিশন হিসেবে এসেছে। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যায় বাজারে মিলবে। দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে স্কুটারটি – Standard ও Deluxe। মডেল দুটির দাম যথাক্রমে ৬৮,৩১৭ টাকা ও ৭৩,৩১৭ টাকা (এক্স-শোরুম)। আবার দুটি রংয়ের বিকল্পে বেছে নেওয়া যাবে এটি৷ ব্ল্যাকের সাথে স্ট্রোনশিয়াম সিলভার মেটালিক এবং ব্ল্যাক সহ স্পোর্টস রেড।

হোন্ডা স্পেশাল এডিশন স্কুটারটি হোন্ডার ডিলারশিপ এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করা যাচ্ছে। Honda Dio Sports ক্যামোফ্লেজ গ্রাফিক্স ডিজাইন পেয়েছে। পেছনের সাসপেনশনটি লাল রঙের। এগুলি ছাড়া সাধারণ ডিওর সাথে স্পোর্টস মডেলটির কারিগরিতে কোন পার্থক্য নেই। Deluxe ভ্যারিয়েন্টটি স্পোর্টি অ্যালয় হুইল সহ এসেছে।

হোন্ডার এই স্কুটারে চলার শক্তিযোগতে দেওয়া হয়েছে একটি এনহ্যান্সড স্মার্ট পাওয়ার (eSP) যুক্ত ১১০ সিসি PGM-FI ইঞ্জিন। Dio Sports-এ উপস্থিত টেলিস্কোপিক সাসপেনশন, ইন্টিগ্রেটেড ডুয়েল ফাংশন সুইচ, এক্সটার্নাল ফুয়েল লিড, পাসিং সুইচ এবং ইঞ্জিন কাট-অফ সহ সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। অন্যান্য ফিচারের তালিকায় কম্বি ব্রেক সিস্টেম (CBS) সহ ইকুইলাইজার, থ্রি স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন, জ্বালানি সাশ্রয়ের জন্য থ্রি-স্টেপ ইকো ইন্ডিকেটর রয়েছে।

Honda Dio Sports Edition স্কুটার লঞ্চ করার প্রসঙ্গে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার সভাপতি ও সিইও আতসুশি ওগাটা বলেন, “নতুন Dio Sports হল তরুণ প্রজন্মের জন্য আদর্শ, যেটি স্টাইল এবং সজীব রঙের মিশেলের স্কুটার। এই লিমিটেড এডিশন নিজের স্পোর্টিং ভাইভ এবং ট্রেন্ডি লোক দিয়ে বিশেষত তরুণ প্রজন্মের গ্রাহকদের হৃদয় জিতে নেবে বলে আমরা আত্মবিশ্বাসী।”

সঙ্গে থাকুন ➥