Honda Elevate: ভারতে হাজির হোন্ডার প্রথম কম্প্যাক্ট SUV, বাজারে ঝড় তুলতে সমস্ত মশলা মজুত

হুন্ডাই (Hyundai), কিয়া (Kia)-দের প্রাণে ভয় ধরাতে ভারতের বাজারে হাজির হল Honda Elevate। মিড-সাইজ এই এসইউভি (SUV) গাড়িটির উপর থেকে আজ পর্দা সরিয়েছে হোন্ডা (Honda)। এদেশে তাদের প্রথম মাঝারি আকারের এসইউভি মডেলটির বুকিং গ্রহণ চালু হচ্ছে জুলাই থেকে। গাড়িটির দাম আগামী উৎসবের মরসুমে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ২০২৩-এর মধ্যে পাঁচটি নতুন এসইউভি লঞ্চ করা হবে বলে হোন্ডার তরফে জানানো হয়েছে। যার মধ্যে একটি হল – Elevate। আবার ২০৪০-এর মধ্যে কেবল ইলেকট্রিক গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে তারা।

Honda Elevate SUV: ডিজাইন ও ইন্টেরিয়র

হোন্ডা এলিভেট, লোগো সমেত একটি বৃহৎ গ্রিল, স্লিক এলইডি হেডল্যাম্প ও টেলল্যাম্প এবং চতুর্দিকে ক্রোমের ছোঁয়া সহ হাজির হয়েছে। এক্সটেরিয়ার ফিচারের মধ্যে রয়েছে ১৬ ইঞ্চি মাল্টিস্পোক অ্যালয় হুইল, ফাংশনাল রুফ রেল এবং শার্কফিন অ্যান্টেনা। গাড়িটির কেবিনে দেওয়া হয়েছে ওয়্যারলেস স্মার্টফোন ইন্টিগ্রেশন সহ একটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি রিয়ার ভিউ ক্যামেরা এবং ৭.০ ইঞ্চি টিএফটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে স্পিডোমিটার, ODO ও ADAS সম্পর্কিত বিভিন্ন তথ্য ভেসে উঠবে।

Honda Elevate SUV: ডাইমেনশন ও ইঞ্জিন

Elevate-এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে ৪,৩১২ মিমি, ১,৭৯০ মিমি, ১,৬৫০ মিমি ও ২,৬৫০ মিমি। এতে ৪৫৮ লিটারের বুটস্পেস আছে। এগিয়ে চলার শক্তি জোগাতে গাড়িটিতে দেওয়া হয়েছে একটি ১.৫ লিটার DOHC i-VTEC ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১১৯ এইচপি শক্তি এবং ১৪৫ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটি দুই ধরনের ট্রান্সমিশনে বেছে নেওয়া যাবে – ৬-স্পিড ম্যানুয়াল এবং সিভিটি অটোমেটিক গিয়ারবক্স।

Honda Elevate SUV: সুরক্ষার বৈশিষ্ট্য, সম্ভাব্য দাম ও প্রতিপক্ষ

Honda Elevate-এ সুরক্ষাজনিত বৈশিষ্ট্য হিসাবে উপস্থিত অ্যাডাস (ADAS) ফাংশন। যার মধ্যে আছে – কলিশন মিটিগেশন ব্রেকিং সিস্টেম, লেন কিপিং অ্যাসিস্ট সিস্টেম, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, রোড ডিপার্চার মিটিগেশন সিস্টেম, লেড কার ডিপারচার নোটিফিকেশন, লেনওয়াচ, ভেহিকেলস অ্যাবিলিটি অ্যাসিস্ট এবং ইমার্জেন্সি স্টপ সিগনাল। এছাড়া উপস্থিত হিল স্টার্ট অ্যাসিস্ট, রিয়ার পার্কিং সেন্সর এবং রিয়ার সিট বেল্ট রিমাইন্ডার।

Honda Elevate-এর দাম ১০.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে। লঞ্চের পর Maruti Suzuki Grand Vitara, Hyundai Creta, Kia Seltos, Skoda Kushaq, Volkswagen Taigun, MG Astor ও Toyota Hyruder-এর সাথে টক্কর চলবে।