Activa-র চেয়েও কম দামে ভারতে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে Honda

ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের বাজারে গ্রাহকদের নতুন চমকে ভরিয়ে তুলতে কোমর বেঁধেছে জাপানি ব্র্যান্ড হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। দেশের বেস্ট সেলিং স্কুটার…

ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের বাজারে গ্রাহকদের নতুন চমকে ভরিয়ে তুলতে কোমর বেঁধেছে জাপানি ব্র্যান্ড হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। দেশের বেস্ট সেলিং স্কুটার Honda Activa-র চেয়েও কম দাম ইলেকট্রিক স্কুটার আনার বার্তা দিল সংস্থা। একথা হোন্ডার ভারতীয় শাখার সভাপতি আতসুশি ওগাটা নিশ্চিত করেছেন। তিনি এও বলেন যে, আরও দুটি মডেলের উপরে তারা কাজ করছেন। এই দশকের শেষে হোন্ডা ১০ লক্ষ বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বিক্রির লক্ষ্য স্থির করেছে।

ইতিমধ্যেই ইলেকট্রিক মডেলটির নির্মাণকার্যে হোন্ডা হাত লাগিয়েছে বলে জানিয়েছেন ওগাটা। ২০৩০-এর মধ্যে রাস্তায় ৩০ লক্ষ ব্যাটারি পরিচালিত টু-হুইলার চলবে বলে জানিয়েছেন তিনি। যার ৩০% মার্কেট শেয়ার নিজেদের দখলে আনার লক্ষ্যে এগোচ্ছে তারা। Activa-র জনপ্রিয়তাকে হাতিয়ার করে আসন্ন ইলেকট্রিক স্কুটার আনবে হোন্ডা।

হোন্ডার বৈদ্যুতিক দু’চাকার গাড়িতে সোয়াপেবল ব্যাটারি দেওয়া হতে পারে। কম থেকে বেশি, সবধরনের রেঞ্জের মডেলই আনবে তারা। এমনকি ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি লাস্ট মাইল ডেলিভারি ক্ষেত্রেও টু-হুইলার আনার কথা জানানো হয়েছে। বর্তমানে জাপানি ব্র্যান্ডটি তাদের জোগান-শৃঙ্খল অংশীদারীদের সাথে স্থানীয়করণ বৃদ্ধিতে কাজ করছে। এতে যদি রপ্তানি কমাতেও হয়, তাতেও পিছপা হটবে না সংস্থা।

তবে ইলেকট্রিক মডেলের লঞ্চের সময়কাল এবং রেঞ্জ সম্পর্কে কোনো তথ্য জানায়নি হোন্ডা। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ৬০ কিলোমিটার যার দাম Activa-র থেকেও কম রাখা হবে। ফলে বলা যায় ৭২,০০০ টাকার কম মূল্যে লঞ্চ হবে হোন্ডার স্কুটার। ২০২৩-২৪ এ বাজারে আনা হতে পারে এটি। এদিকে আগামী তিন বছরের মধ্যে বিশ্ববাজারে দশটির বেশি ইলেকট্রিক টু-হুইলার লঞ্চের পরিকল্পনার কথা সর্বসমক্ষে জানিয়েছে হোন্ডা।