Honda: হোন্ডার শাপমোচন, টিভিএসকে হারিয়ে ফের দ্বিতীয় স্থান দখল করল, শীর্ষে সেই হিরো

২০২৩-এর এপ্রিল শেষ হতেই ভারতে ব্যবসাকারী একে একে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি তাদের বেচাকেনার হিসেব নিকেষ প্রকাশ করছে। এবারে যেমন দেশের অন্যতম জনপ্রিয় টু-হুইলার কোম্পানি হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) নিজেদের বিক্রির পরিসংখ্যান সর্বসমক্ষে পেশ করল। যেখানে দেখা গেছে, গত মাসে জাপানি সংস্থাটি মোট ৩,৭৪,৭৪৭ ইউনিট বাইক ও স্কুটার বিক্রি করেছে। যার মধ্যে ভারতের বাজারে বিক্রি হয়েছে ৩,৩৮,২৮৯ ইউনিট এবং রপ্তানি হয়েছে ৩৬,৪৫৮ ইউনিট।

উল্লেখ্য, ২০২৩ এর মার্চে ভারতে কেবল ১,৯৭,৫১২টি টু-হুইলার বিক্রি করেছিল হোন্ডার এবং বিদেশে ১৪,৪৬৬ ইউনিট রপ্তানি হয়েছিল। যার জন্য টিভিএসের কাছে হেরে তৃতীয় স্থানে নেমে যায় জাপানি সংস্থাটি। তবে গত মাসে টিভিএস ভারতে ২,৩২,৯৫৬ ইউনিট বাইক-স্কুটার বেচার ফলে হিরো মোটোকর্পের পরে দ্বিতীয় স্থানে উঠে আসতে পেরেছে হোন্ডা। আর ২০২২-২৩ অর্থবর্ষে সংস্থার মোট ৩৭,৯৯,৬৮০টি টু-হুইলার বিক্রি হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি হোন্ডা ভারত তাদের সবচেয়ে সস্তা কমিউটার বাইক Shine 100 লঞ্চ করেছে। বর্তমানে যার উৎপাদন কার্য এবং দেশজুড়ে ডিলারদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে। মোটরসাইকেলটিতে নতুন নির্গমন বিধি মেনে OBD2 ইঞ্জিন দেওয়া হয়েছে। এর বর্তমান এক্স-শোরুম মূল্য ৬৪,৯০০ টাকা। এটি পাঁচটি রঙের বিকল্পে অফার করা হয় – রেড স্ট্রিপ সহ ব্ল্যাক, ব্লু স্ট্রিপ সহ ব্ল্যাক, গ্রীন স্ট্রিপ সহ ব্ল্যাক, গোল্ড স্ট্রিপ সহ ব্ল্যাক এবং গ্রে স্ট্রিপ সহ ব্ল্যাক।

বাজারে Honda Shine 100-এর মূল প্রতিপক্ষ হিসেবে রয়েছে Hero Splendor Plus ও Bajaj Platina 100। এগিয়ে চলার শক্তি জোগাতে বাইকটিতে দেওয়া হয়েছে একটি ৯৮.৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ৭.২ বিএইচপি শক্তি এবং ৫,০০০ আরপিএম গতিতে ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে ফোর স্পিড গিয়ারবক্স বর্তমান।