স্মার্টফোনের পর Redmi ভারতে আনলো স্মার্ট টিভি, সাশ্রয়ী দামে অসাধারণ ছবি

ভারতে স্মার্ট টিভি সেগমেন্টে Mi সিরিজের জনপ্রিয়তার পর, এবার Xiaomi তাদের সাব-ব্রান্ড রেডমি (Redmi)-র স্মার্ট টেলিভিশন এদেশে আনলো। ভারতে নিজেদের প্রথম টেলিভিশন প্রোডাক্ট হিসেবে রেডমি আজ তিনটি স্মার্ট টিভি লঞ্চ করেছে। এগুলি হল Redmi Smart TV X65, Redmi Smart TV X55, ও Redmi Smart TV X50। এই টিভিগুলিতে আছে 4K এইচডিআর এলইডি স্ক্রিন, অ্যান্ড্রয়েড টিভি ১০ অপারেটিং সিস্টেম, প্যাচওয়াল ইউআই। এছাড়াও রেডমি স্মার্ট টিভিতে পাওয়া যাবে কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর, ডলবি অডিও সাপোর্ট ও বিল্ট ইন ক্রোমকাস্ট।

Redmi Smart TV এর দাম

সবচেয়ে বড়ো স্ক্রিন সাইজের রেডমি স্মার্ট টিভি এক্স৬৫-র দাম রাখা হয়েছে ৫৭,৯৯৯ টাকা। আবার রেডমি স্মার্ট টিভি এক্স৫৫-র পাওয়া যাবে ৩৮,৯৯৯ টাকায়। সর্বষেশ রেডমি স্মার্ট টিভি এক্স৫০-র দাম পড়ছে ৩২,৯৯৯ টাকা। টিভি তিনটির সেল শুরু হচ্ছে ২৫ মার্চ দুপুর ১২ টার থেকে। অ্যামাজন, শাওমির অনলাইন স্টোর mi.com-এ টিভিগুলি কেনা যাবে। ওই দিন আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকরা রেডমির প্রত্যেকটি টিভির ওপর ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।

Redmi Smart TV এর স্পেসিফিকেশন, ফিচার

মডেল নম্বর শুনেই বুঝতে পারছেন রেডমির এই টিভিগুলি ৫০ইঞ্চি থেকে ৬৫ ইঞ্চি স্ক্রিন ভ্যারিয়েন্টে এসেছে। রেডমি টিভি এক্স রেঞ্জের তিনটি মডেলেই রয়েছে আল্ট্রা এইচডি (4K রেজোলিউন) এলইডি ডিসপ্লে। স্মার্ট কানেক্টিভিটির জন্য টিভিতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড টিভি ১০ অপারেটিং সিস্টেম। শাওমির এমআই টিভির মতো রেডমির এক্স রেঞ্জের টিভিগুলিতে ১২-বিট ডলবি ভিশন ফরম্যাট পর্যন্ত এইচডিআর সাপোর্ট করবে। এই দামের টিভিতে হাই ডাইনামিক রেঞ্জের কনটেন্ট দেখা সত্যিই উল্ল্যেখযোগ্য ব্যাপার। ভিউয়িং এক্সপেরিয়েন্স আরও সমৃদ্ধ করার লক্ষ্যে রেডমির টিভিতে ভিভিড পিকচার ইঞ্জিন ও রিয়েলিটি ফ্লো ফিচার রয়েছে।

দুর্দান্ত সাউন্ডের জন্য রেডমির টিভিগুলিতে পাবেন ৩০ ওয়াট স্পিকার৷ সেইসঙ্গে এগুলিতে ডলবি অডিও, ডিটিএস-এইচডি অডিও, ডিটিএস-ভার্চুয়াল: এক্স সহ বিভিন্ন সাউন্ড ফরম্যাট সাপোর্ট করবে। এছাড়া অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে রেডমির এক্স রেঞ্জের স্মার্ট টিভিতে মিডিয়াটেকের কোয়াড-কোর প্রসেসর, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, গেম খেলার সময় অটো লো ল্যাটেন্সি মোড নির্বাচনের সুবিধা রয়েছে।

কানেক্টিভিটির জন্য এই টিভিগুলিতে আছে তিনটি এইচডিএমআই ২.১ পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন