এপ্রিলের সাফল্য মুছে গেল মে মাসেই, Hero-র থেকে প্রায় 2 লাখ বাইক-স্কুটার কম বিক্রি হল হোন্ডার

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) গত মাসে টু-হুইলার বিক্রির হাল হকিকত সর্বসমক্ষে পেশ করল। পরিসংখ্যান বলছে এ বছর মে’তে হোন্ডা (Honda) মোট ৩,২৯,৩৯৩ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। ২০২২ এর একই সময়ের তুলনায় বিক্রিবাটা ৬.৬ শতাংশ কম।
গত মাসে সংস্থার ভারতে বিক্রিত মডেলের সংখ্যা ৩,১১,১৪৪টি। আর রপ্তানি হয়েছে ১৮,২৪৯ ইউনিট। গত এপ্রিলের (৩,৭৪,৭৫৭ ইউনিট) তুলনায় মে’তে বিক্রি অনেকটাই কমতে দেখা গেছে।

Honda মে মাসে ৩,২৯,৩৯৩টি বাইক ও স্কুটার বেচল

দেখা যাচ্ছে, গত মাসে দেশের বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হিরো মটোকর্পের তুলনায় প্রায় ১.৯০ লক্ষ ইউনিট কম বিক্রি করেছে তারা। মার্চ মাসে হোন্ডা তাদের সবচেয়ে সস্তা কমিউটার মোটরসাইকেল Shine 100 লঞ্চ করেছে। মে থেকে শুরু হয়েছে ডেলিভারি। আবার গত মাসে রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিহারে বাইকটির দাম ২,০০০ টাকা কমিয়ে লঞ্চ করেছে হোন্ডা। একইসাথে ১০ বছর পর্যন্ত ওয়্যারেন্টি অফার নিয়ে এসেছে তারা। ওই তিনটি রাজ্যে দাম ৬২,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। নয়া নির্গমন বিধি OBD2 পালনকারী ইঞ্জিনের সাথে এতে দেওয়া হয়েছে ইএসপি বা এনহ্যানস্ড স্মার্ট পাওয়ার।

হোন্ডা শাইন ১০০ পাঁচটি রঙের বিকল্পে অফার করা হয় – রেড স্ট্রাইপ সহ ব্ল্যাক, ব্লু স্ট্রাইপ সহ ব্ল্যাক, গ্রীন স্ট্রাইপ সহ ব্ল্যাক, গোল্ড স্ট্রাইপ সহ ব্ল্যাক এবং গ্রে স্ট্রাইপ সহ ব্ল্যাক। বাইকটির প্রতিপক্ষ হিসাবে বাজারে রয়েছে – Hero Splendor Plus ও Bajaj Platina 100।

এদিকে টু-হুইলারে ব্যবহারের জন্য হোন্ডা গত মাসে নতুন রেঞ্জের ইঞ্জিন অয়েল – ‘প্রো হোন্ডা’ লঞ্চ করেছে। এর পাশাপাশি হায়দ্রাবাদ, লখনউ, বিদিশা, ফিরোজপুর এবং নতুন দিল্লিতে রাস্তায় সুরক্ষা এবং সচেতনতার বিষয়ে প্রচারাভিযান চালাচ্ছে তারা। এছাড়া কানপুরে ‘প্রোজেক্ট প্রগতি’ প্রোগ্রামের আওতায় আর্থিকভাবে দুস্থ যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিচ্ছে‌ হোন্ডা ইন্ডিয়া ফাউন্ডেশন।