ঘরের যাবতীয় কাজ করে দেবে, Dyson আনছে নতুন রোবোট

বিভিন্ন ঘরোয়া কাজ করতে সক্ষম রোবোট প্রোটোটাইপ ডিজাইন করে দুনিয়াকে তাক লাগাতে তৈরী ব্রিটিশ টেক-জায়ান্ট ডাইসন (Dyson)। ইতিমধ্যে সংস্থাটি উক্ত কাজে অনেকখানি অগ্রসর হয়েছে। আজ Dyson -এর তরফ থেকে প্রকাশ্য ঘোষণা মারফত একথা সংবাদমাধ্যমে জানানো হয়। এরই সাথে কোম্পানি আলোচ্য প্রোটোটাইপের একটি ছোট ভিডিও সর্বসমক্ষে এনেছে, যা তাদের রোবটিক্স সংক্রান্ত গবেষণা কর্মে দক্ষ ইঞ্জিনিয়ারদের আকর্ষণ করার ক্ষেত্রে খুবই উপযোগী হবে বলে সংস্থার বিশ্বাস।

পরিকল্পনা বাস্তবায়নে রোবোটিক্স বিভাগে প্রায় ১,০০০ দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করবে Dyson

আসলে বর্তমানে শত শত দুঁদে ইঞ্জিনিয়ার কর্মীর সহায়তায় ডাইসন একটি স্বয়ংক্রিয় ডিভাইস তৈরী করতে চাইছে, যা ঘরোয়া একাধিক কাজ সামলানোর উপযুক্ত হবে। এজন্য যত দ্রুত সম্ভব সংস্থাটি কম্পিউটার ভিশন, সেন্সর এবং মেকাট্রনিক্স, মেশিন লার্নিং সহ পৃথক পৃথক বিভাগে ২৫০ জন ইঞ্জিনিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া এই একই লক্ষ্যকে সামনে রেখে ডাইসন আগামী ৫ বছরে শুধু রোবোটিক্স ফিল্ডেই অন্তত ৭০০ ইঞ্জিনিয়ার নিযুক্তির সংবাদ ঘোষণা করেছে।

২০৩০ নাগাদ বাজারে আসবে Dyson -এর ঘরোয়া কাজ করতে সমর্থ রোবোট

মূলত এয়ার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার প্রোডাক্টের জন্য খ্যাত ব্রিটিশ সংস্থা ডাইসন জানিয়েছে, ২০৩০ সাল নাগাদ তারা পরিকল্পিত রোবোট প্রোটোটাইপগুলি বাজারজাত করার চেষ্টা করবে। এছাড়া তারা সম্প্রতি এক রোবটিক বাহু (Robotic Arm) প্রকাশ্যে এনেছে, যেটি মেঝেয় পড়ে থাকা খেলনা কুড়োনো, ড্রাইয়িং র‌্যাক থেকে ডিশ সংগ্রহ, সোফা পরিষ্কার প্রভৃতি একাধিক কাজ করতে সক্ষম।

উল্লেখ্য, নিজেদের রোবটিক্স ফিল্ডে সুদক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগের পাশাপাশি ডাইসন ব্রিটেনের সবথেকে বড় রোবটিক্স গবেষণা কেন্দ্র গড়ে তোলার প্রচেষ্টায় মনোনিবেশ করেছে। এক্ষেত্রে লন্ডন সমেত মোট চারটি স্থানে তারা রিসার্চ ল্যাব নির্মাণের কথা ভাবছে।

এছাড়া Dyson -এর বক্তব্য রোবোটিক্স সহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি, প্রোডাক্ট এবং সুবিধা বিষয়ক গবেষণাকর্মে তারা ইতিপূর্বে ২.৭৫ বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। এর মধ্যে প্রায় ৬০০ মিলিয়ন ইউরো তারা চলতি বছরে খরচা করবে বলে কোম্পানি জানিয়েছে।