একসঙ্গে জোড়া ধামাকা, Honda আনল নতুন NX500 ও CB500 Hornet মোটরসাইকেল

আধুনিক যুগে অ্যাডভেঞ্চারের শখ বাইকপ্রেমীদের মাথায় জাঁকিয়ে বসেছে। অনেকেই দু’চাকার বাহনের পেছনে তল্পিতল্পা বেঁধে বেড়িয়ে পড়ছেন অজানাকে জানার তুমুল ইচ্ছেশক্তি নিয়ে। ফলে অ্যাডভেঞ্চারের উপযোগী অল-রাউন্ডার…

আধুনিক যুগে অ্যাডভেঞ্চারের শখ বাইকপ্রেমীদের মাথায় জাঁকিয়ে বসেছে। অনেকেই দু’চাকার বাহনের পেছনে তল্পিতল্পা বেঁধে বেড়িয়ে পড়ছেন অজানাকে জানার তুমুল ইচ্ছেশক্তি নিয়ে। ফলে অ্যাডভেঞ্চারের উপযোগী অল-রাউন্ডার মোটরসাইকেল বাজারে আনতে উদ্যোগী হয়েছে সংস্থাগুলি। দুর্দান্ত অফ-রোড বাইক তৈরির জন্য পরিচিত হোন্ডা (Honda) খুব সম্প্রতি আন্তর্জাতিক বাজারের জন্য তেমনই নতুন মডেল উন্মোচন করেছে। মিলান মোটরসাইকেল শো-তে NX500 অ্যাডভেঞ্চার টুরার ও CB500 Hornet স্ট্রিটফাইটার নিয়ে হাজির হয়েছে জাপানি সংস্থাটি।

Honda NX500 ADV

উল্লেখ্য, Honda NX500 ADV-র সাথে অনেকেই পূর্ব পরিচিত। কারণ এটি CB500X-এর নতুন অবতার। NX নিয়ে হোন্ডার বক্তব্য, এটি হল ‘New x-over’ এর সংক্ষিপ্ত রূপ। আবার CB500 Hornet হল CB500F এর নতুন নাম। নিউ জেনারেশন Honda NX500 ADV ডিজাইনের ক্ষেত্রে বিশাল আপডেট পেয়েছে। যেমন এলইডি হেডল্যাম্প ক্লাস্টার এবং বৃহত্তর উইন্ড স্ক্রিনের জন্য সামনের ভোল বদলে গিয়েছে। আবার আগের তুলনায় বড় ফেয়ারিং থাকার কারণে রোড প্রেজেন্স বেড়েছে।

নতুন টেল লাইট সহ হালকা অ্যালয় হুইলে ছুটবে NX500 ADV। এতে ব্লুটুথ কানেক্টিভিটি সহ ৫ ইঞ্চি টিএফটি ডিজিটাল কনসোল দেওয়া হয়েছে। নতুন ক্র্যাঙ্ক কাউন্টারওয়েট এবং ব্যালেন্সার শ্যাফ্ট যুক্ত ৪৭১ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন থেকে আগের মতোই সর্বোচ্চ ৪৭ বিএইচপি ক্ষমতা উৎপন্ন হবে। অফ রোড এবং অন রোড, উভয় ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে সাসপেনশন নতুনভাবে টিউন করা হয়েছে।

Honda CB500 Hornet

এবারে Honda CB500 Hornet-এর নয়া ভার্সনের প্রসঙ্গে আসা যাক। স্ট্রিটফাইটার মডেলটিতে দেওয়া হয়েছে ডিআরএল সহ নতুন সিঙ্গেল পিস এলইডি হেডল্যাম্প। ফুয়েল ট্যাঙ্কটি গাট্টাগোট্টা হওয়ার কারণে আরও পেশীবহুল দেখাচ্ছে। ফিচার্সেরর তালিকায় রয়েছে অল এলইডি লাইটিং, স্মার্টফোন কানেক্টিভিটি সহ একটি ৫ ইঞ্চি টিএফটি ডিজিটাল কনসোল।

Honda, Honda Cb500 Hornet, Honda Cb500 Hornet Engine, Honda Nx500 Adv, Honda Nx500 Adv Features

নতুন Honda CB500 Hornet একটি ৪৭১ সিসি লিকুইড কুল্ড, টুইন সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে। যা থেকে ৪৭ হর্সপাওয়ার এবং ৪৩ এনএম টর্ক উৎপন্ন হবে। সাসপেনশনের দায়িত্ব পালন করতে সামনে ৪১ মিমি Showa এবং পেছনে মোনোশক ইউনিট উপস্থিত। ব্রেকিংয়ের জন্য ডুয়েল চ্যানেল এবিএস সমেত সামনে ও পেছনে যথাক্রমে ২৯৬ মিমি ও ২৪০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলে ছুটবে বাইকটি।

প্রসঙ্গত, বর্তমানে Honda CB500X ভারতের বাজারে বিক্রি হয়। অনুমান করা হচ্ছে, নতুন মডেলটি আগামী বছর NX500 নামে এদেশে লঞ্চ হতে পারে। অন্যদিকে, CB500-এর ভারতে আগমনের সম্ভাবনা নেই বললেই চলে। যার কারণ এদেশে এমন বাইকের চাহিদা কম। তবে আন্তর্জাতিক বাজারে বিক্রি হবে এটি।