Honda SP125 স্পোর্টস এডিশন বাজারে এল, আকর্ষণীয় স্টাইলের সঙ্গে দারুণ মাইলেজ

Published on:

Honda SP125 Sports Edition launched India

পুজোর আগে প্রায় সকল আটোমোবাইল কোম্পানিই ক্রেতাদের মন জয় করতে দরাজ হস্তে নতুন নতুন সব মডেল হাজির করছে। এবার দেশের দ্বিতীয় বৃহত্তম ট-হুইলার কোম্পানি হোন্ডা মোটোরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) একটি নিউ এডিশন বাইক লঞ্চ করল। যার নাম SP125 Sports Edition। স্টাইলে ভরা কমিউটার মোটরসাইকেলটির স্পোর্টস এডিশনের দাম ৯০,৫৬৭ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। পুজোর এই ভরা বাজারে বাইকটি বিক্রিতে জোয়ার আনতে পারবে বলেই মনে করছে হোন্ডা।

SP125 Sports Edition লঞ্চ করল Honda

জাপানি টু-হুইলার কোম্পানিটি বলেছে, নতুন হোন্ডা এসপি১২৫ স্পোর্টস এডিশন রাইডিং করে তরুণ প্রজন্মের হৃদয় উদ্বেলিত হবে। হোন্ডা রেড উইং ডিলারশিপ থেকে নির্দিষ্ট সময়ের জন্য উপলব্ধ হবে বাইকটি। এই প্রসঙ্গে এইচএমএসআই-এর সভাপতি সুতসুমু ওতানি বলেন, “Honda SP125 সবসময়ই এর উদ্ভাবনী বৈশিষ্ট্য দিয়ে গ্রাহকদের মুগ্ধ করে এসেছে। ১২৫ সিসি প্রিমিয়াম কমিউটার মোটরসাইকেল সেগমেন্টে রোমাঞ্চকর পারফরম্যান্সের সাথে আড়ম্বরপূর্ণ ডিজাইন ক্রেতাদের মুগ্ধ করবে।”

বাইকটির দর্শনের প্রসঙ্গে বললে, Honda SP125 Sports Edition-এ রয়েছে একটি স্ট্রাইকিং ডিজাইনের ট্যাঙ্ক, ম্যাট মাফলার কভার এবং বডি প্যানেলে ভিভিড স্ট্রাইপ। দুটি আকর্ষণীয় রঙের বিকল্পে এসেছে বাইকটি – ডিসেন্ট ব্লু মেটালিক এবং হেভি গ্রে মেটালিক। ফিচারের তালিকায় রয়েছে উজ্জ্বল এলইডি হেডল্যাম্প, একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, যেখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর, এবং অন্যান্য মাইলেজের ডেটা ভেসে উঠবে। এছাড়া আছে অ্যালয় হুইল ও ডিস্ক ব্রেক।

এগিয়ে চলার শক্তি জোগাতে Honda SP125 Sports Edition-এ দেওয়া হয়েছে ১২৩.৯৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, BSVI. OBD2 PGM-FI ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ১০.৭২ বিএইচপি শক্তি ও ১০.৯ এনএম টর্ক উৎপন্ন হবে। হন্ডার অন্যান্য বাইকের মত এতেও ১০ বছরের ওয়ারেন্টি অফার করছে কম্পানি। যার মধ্যে ৩ বছরের স্ট্যান্ডার্ড এবং ৭ বছরের অপশনাল ওয়ারেন্টি রয়েছে।

সঙ্গে থাকুন ➥