নতুন স্কুটার কিনতে গিয়ে গলদঘর্ম অবস্থা? Honda থেকে TVS-এর এই সেকেন্ড হ্যান্ড স্কুটারগুলি মিলবে অর্ধেক দামে

ভারতে স্কুটারের জনপ্রিয়তা বরাবরই অনেক বেশি। বাস্তবিক ক্ষেত্রে প্রতিদিনের যাতায়াতের জন্য এর চেয়ে ভালো যান আর কিছুই হতে পারে না। তবে ভারত তথা বিশ্বজুড়ে চলা মূল্য বৃদ্ধির ধাক্কায় দু’চাকা গাড়ির জগত একপ্রকার বেসামাল অবস্থায় বলা চলে। দেশের সর্বাধিক বিক্রিত স্কুটার Honda Activa-র এক্স-শোরুম দামই এখন ৮০,০০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। অন্য দিকে, বাজারের আরেক ভরসাযোগ্য স্কুটি Suzuki Access এর অন রোড মূল্যই আজ ৯০,০০০ টাকার উপরে। এমতাবস্থায় ব্র্যান্ড নিউ স্কুটার কিনতে গেলে গলদঘর্ম হওয়ার জোগাড়। তবে প্রায় অর্ধেক দামে আপনাকে হাতফেরতা মডেল দেওয়ার জন্য বসে আছে সেকেন্ড হ্যান্ড টু-হুইলার মার্কেট। এই প্রতিবেদনে পুরনো দু’চাকা গাড়ি বাজারে সেরা পাঁচটি স্কুটার নিয়ে আলোচনা রইল।

Honda Activa:

ভারতে অটোমেটিক স্কুটারের রেভোলিউশন শুরু করেছিল কাইনেটিক। আর হোন্ডা অ্যাক্টিভার সৌজন্যে সেই বৃত্ত সম্পূর্ণ হয়েছে‌। এখন এর ষষ্ঠ প্রজন্ম চলছে৷ সর্বাধিক বিক্রিত স্কুটার তো বটেই, একইসাথে দেশের অন্যতম বেস্ট সেলিং টু-হুইলার এটি। পুরনো দু’চাকা কেনাবেচার দোকানে Honda Activa 5G পাওয়া যেতে পারে ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে। যেখানে ১২৫ সিসির নতুন মডেলের এক্স-শোরুম দাম এর দ্বিগুণ।

TVS Jupitar:

বর্তমানে দেশের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত স্কুটার হল টিভিএস জুপিটার। ১১০ সিসি ও ১২৫ সিসি ভ্যারিয়েন্টে উপলব্ধ এটি। ধারে ও ভারে হোন্ডা অ্যাক্টিভাকে কড়া টক্কর জানাতে প্রস্তুত জুপিটার। এই মুহূর্তে টিভিএস জুপিটারের এক্স শোরুম মূল্য ৮০,০০০ হাজারের আশেপাশে। তবে একটি হাত ফেরতা মডেল আপনি ৪০,০০০-৫০,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

Suzuki Access 125:

রেট্রো ডিজাইন, ভাল মাইলেজ, এবং দারুণ পারফরম্যান্সের জন্য পরিচিত সুজুকি অ্যাকসেস ১২৫। বর্তমানে দাম বেড়ে এর এক্স শোরুম মূল্য শুরু প্রায় ৮০,০০০ টাকা থেকে‌। টপ মডেলটির দাম প্রায় ৯৪,০০০ টাকা। ব্লুটুথ সংযোগসহ সমস্ত ধরনের আধুনিক বৈশিষ্ট্য রয়েছে এই স্কুটারে। যদিও বছর দুয়েকের পুরনো অ্যাক্সেস ৫০,০০০-৬০,০০০ টাকা কিংবা তার কমেও পাওয়া সম্ভব।

Suzuki Burgman Street:

মার্কেটে সুজুকির আকর্ষণীয় ম্যাক্সি স্টাইল স্কুটার হল বার্গম্যান স্ট্রিট। স্কুটারটির ফেয়ারিং যুক্ত লুক যুবক সম্প্রদায়কে প্রবলভাবে আকর্ষণ করে। কমফোর্ট প্রবল। এছাড়াও রয়েছে ব্লুটুথ সংযোজন এর মত আধুনিক বৈশিষ্ট্য। ৯১,০০০ টাকা থেকে দাম শুরু। তবে এই মডেলের এক বছরের পুরনো স্কুটার বাজারে ৬০,০০০ টাকার মধ্যে পাওয়া যেতে পারে। যেহেতু এটি বাজারে এসেছে বেশি দিন হয়নি, তাই পারফেক্ট অবস্থায় থাকা সেকেন্ড হ্যান্ড মডেল পাওয়াটা খুব একটা কষ্টসাধ্য নয়।

TVS Ntorq 125:

আধুনিক প্রজন্মের স্কুটার হিসেবে টিভিএস এনটর্ক এর যথেষ্ট সুনাম রয়েছে। জিপিএস নেভিগেশন, ভয়েস কমান্ড- সহ অনেক ধরনের আধুনিক বৈশিষ্ট্য এতে উপলব্ধ। ভ্যারিয়েন্টের সংখ্যা প্রচুর৷ অন-রোড দাম ৯৮,০০০ টাকা থেকে শুরু করে ১,২২,০০০ অব্দি। তবে একটি ব্যবহৃত টিভিএস এনটর্ক মোটামুটি ভাবে ৫০,০০০ টাকা থেকে শুরু করে ৬০,০০০ টাকার মধ্যে পাওয়া সম্ভব।