Honda XL750 Transalp: কালীপুজোর আগে দুর্ধর্ষ বাইক লঞ্চ করল হোন্ডা, দাঁড়িয়ে দেখবে সবাই!

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (Honda Motorcycle & Scooter India) ভারতে নিজেদের প্রিমিয়াম মোটরসাইকেলের লাইনআপ গুছিয়ে নিতে মনোনিবেশ করেছে। বিগত বেশ কয়েক মাস ধরে একের…

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (Honda Motorcycle & Scooter India) ভারতে নিজেদের প্রিমিয়াম মোটরসাইকেলের লাইনআপ গুছিয়ে নিতে মনোনিবেশ করেছে। বিগত বেশ কয়েক মাস ধরে একের পর এক নতুন মডেল লঞ্চের মাধ্যমে নিজেদের সমাহার বাড়াতে উদ্যোগী হয়েছে তারা। আর্ন্তজাতিক বাজারের পর এবারে জাপানি সংস্থাটি ভারতে XL750 Transalp লঞ্চ করল। অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটির দাম ১০,৯৯,৯৯০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এটি পুরো তৈরি করা অবস্থায় বিদেশ থেকে আমদানি করে এদেশে বিক্রি করবে হোন্ডা।

Honda XL750 Transalp ভারতে লঞ্চ হল

ভারতে হোন্ডার প্রিমিয়াম মোটরসাইকেলের ডিলারশিপ বিগউইং (BigWing)-এর মাধ্যমে এটি ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই ভারতের কয়েকটি নির্দিষ্ট শহর থেকে Honda XL750 Transalp-এর বুকিং শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে মোট ১০০ জন ক্রেতা এটি কিনতে পারবেন। বুকিং করতে পারা যাচ্ছে গুরুগ্রাম, মুম্বাই, বেঙ্গালুরু, ইন্দোর, কোচি, হায়দ্রাবাদ, চেন্নাই এবং কলকাতা থেকে। নভেম্বর থেকে ডেলিভারি শুরু।

আশির দশকের অরিজিনাল Transalp-এর আদলে তৈরি করা হয়েছে বাইকটি। ডিজাইনের প্রসঙ্গে বললে, এতে রয়েছে কম্প্যাক্ট হেডলাইট, ইন্টিগ্রেটেড উইন্ড স্ক্রিন এবং এরোডিনামিক পারফরম্যান্সের জন্য বড় ট্যাঙ্ক শ্রাউড। অ্যালুমিনিয়াম কেরিয়ার সহ এলইডি লাইটিং সিস্টেমও আছে। সামনে ২১ ইঞ্চি এবং পেছনে ১৮ ইঞ্চি স্পোক হইলে ছুটবে বাইকটি। অর্থাৎ এটি অন এবং অফ রোড রাইডিং, উভয় ক্ষেত্রেই কার্যকর।

হালকা ওজনের স্টিল ডায়মন্ড ফ্রেমের ওপর ভিত্তি করে আসা Honda XL750 Transalp নিত্যদিন চলাফেরার সাথে দূরবর্তী অ্যাডভেঞ্চারের ক্ষেত্রেও কেরামতি দেখাবে। রোস হোয়াইট এবং ম্যাট বালস্টিক ব্ল্যাক – এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে বাইকটি। ফিচার হিসেবে এতে দেওয়া হয়েছে একটি পাঁচ ইঞ্চি টিএফটি প্যানেল। যেখানে স্পিডোমিটার, ট্যাকোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল গজ, রাইডিং মোড, ইঞ্জিন প্যারামিটার ইত্যাদি তথ্য ভেসে উঠবে।

অ্যাডভেঞ্চার টুরার Honda XL750 Transalp-এ উপস্থিত স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম, যা রাইডারকে স্মার্টফোনের সাথে বাইকটি কানেক্ট করতে সহায়তা করবে। এর ফলে মোটরসাইকেলের ডিসপ্লেতে কল, মেসেজ, মিউজিক এবং নেভিগেশন অ্যালার্ট পেয়ে যাবেন ব্যবহারকারী। এছাড়া থাকছে এমার্জেন্সি স্টপ সিগন্যাল ফিচার, যার ফলে আচমকা ব্রেক কষলে পিছনের হ্যাজার্ড ল্যাম্প জ্বলে উঠবে। অটোমেটিক টার্ন সিগনাল ক্যানসেলিং ফাংশন উপস্থিত এতে।