Hop Oxo: লঞ্চের আগেই প্রচুর বুকিং, ফুল চার্জে 150 কিমি চলা এই ই-বাইক ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে

Published on:

hop-oxo-electric-bike-gets-over-5000-booking-official-launch-soon

দেশের ইলেকট্রিক মোটরসাইকেল মার্কেটে নতুন সংযোজন Hop Oxo। রাজস্থানের টু-হুইলার স্টার্টআপ Hop Electric Mobility-র প্রথম ই-বাইক এটি। যা ইতিমধ্যেই অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI)-র থেকে লঞ্চের জন্য ছাড়পত্র লাভ করেছে। সংস্থার শোরুমে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। সম্প্রতি প্রি-বুকিং শুরু হয়েছিল৷ কত বুক হল তার খতিয়ান এবার সামনে আনা হয়েছে।

Hop Oxo তার কমার্শিয়াল লঞ্চের আগে ৫,০০০ এর বেশি বুকিং পেয়েছে বলে জানানো হয়েছে। নির্মাতার লক্ষ্য, আগামী এক বছরের মধ্যে এই ইলেকট্রিক মোটরসাইকেলের ৫০,০০০ ইউনিট বিক্রি। সংস্থার চিফ মার্কেটিং অফিসার এ দিন বলেছেন, “চাহিদার অনুমান আমরা করেছিলাম। তবে বাণিজ্যিক ভাবে লঞ্চের আগেই ডিলারদের কাছে পাঁচ হাজার বুকিং জমা পড়া প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে।”

পূর্বে জানা গিয়েছিল, ট্রায়াল চলাকালীন ভারতের ১৪টি রাজ্যে ৭৫ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে ই-বাইকটি। সংস্থার গবেষণা ও উন্নয়ন বিভাগের দাবি, ব্যাটারিচালিত মোটরসাইকেলের ওই সফর থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে সমস্ত খামতিগুলি ঢেকে একটি সম্পূর্ণ পণ্য তৈরি করে তারপরেই বাজারে আসবে।

Hop Oxo একটি পুরোদস্তুর কমিউটার ইলেকট্রিক বাইক। এটি পুরোপুরি চার্জে ১৫০ কিলোমিটারের কাছাকাছি হবে। ঘন্টা প্রতি ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম হবে। তবে বিস্তারিত স্পেসিফিকেশন ও ফিচারগুলি এখনও প্রকাশ হয়নি।  উল্লেখ্য, বর্তমানে Leo ও LYF মডেলের ই-স্কুটার আছে তাদের কাছে। জয়পুরে একটি কারখানাও রয়েছে সংস্থার। যেখান খুব শীঘ্রই LYF এর আপডেটেড মডেল এবং আপকামিং অক্সোর উৎপাদন চালু হব। হপ মেগাপ্লেক্স নামক ওই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের মাসিক উৎপাদন ক্ষমতা তিন হাজার ইউনিট।

সঙ্গে থাকুন ➥