How to Check Vehicle Pending Challans

জরিমানার চালান কাটলেও আপনার ফোনে মেসেজ আসেনি, কী করবেন এমন অবস্থায়

এদেশের রাস্তাঘাটের সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করতে ভারত সরকারের পাশাপাশি রাজ্য প্রশাসন নানা কঠোর নিয়ম কানুন বলবৎ করেছে। যার মধ্যে অন্যতম মোটর ভেহিকেলস অ্যাক্টের সাম্প্রতিক অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী। এই সংশোধনীতে থাকা নতুন নিয়ম অনুযায়ী যে সকল ব্যক্তি ট্রাফিক নিয়ম ভঙ্গ করবেন তাদের উপর উপযুক্ত জরিমানা ধার্য করা হবে। এই ব্যাপারে সবসময় নজরদারি চালাচ্ছে ট্রাফিক পুলিশ।

বর্তমানে যে সকল ট্রাফিক নিয়ম ভঙ্গ করলে আপনি জরিমানার মুখে পড়তে পারেন সেগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত গতিবেগ, রেড সিগনাল অমান্য করা, ভুল স্থানে গাড়ি পার্কিং, বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সহ আরো বেশ কিছু। বিগত কয়েক বছর ধরেই যানবাহনের উপর নজরদারি চালাতে সড়কের উপর ক্যামেরা এবং নানারকম সেন্সর বসানো হয়েছে। এগুলির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই নিয়ম ভঙ্গকারী গাড়ি চালকদের মোবাইলে এসএমএস মারফত ই-চালান। পাঠানোর ব্যবস্থা হয়ে থাকে। যদিও কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা থাকার দরুণ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া এই চালান অভিযুক্ত ব্যক্তির মোবাইলে পৌঁছানোর পথে বাঁধা সৃষ্টি হয়। সেই কারণেই অজান্তেই জরিমানার উপর লেট ফাইন বসা কিংবা জেলহাজত পর্যন্ত হতে পারে অভিযুক্তের। এর হাত থেকে বাঁচার রাস্তা বাতলে দিলাম আমরা।

সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে বাড়িতে বসেই দেখে নিন আপনার গাড়ির নাম্বার এর সঙ্গে যুক্ত হওয়া সরকারি চালান –

ভারত সরকারের অনলাইন পোর্টালে লগইন করা

শুরুতেই এই ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। এরপর “Get Challan Details” অপশনে ক্লিক করুন। আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর এই সমস্ত কিছু সঠিক জায়গায় ইনপুট করুন। ওয়েবসাইটে লগইন করার আগে এই সমস্ত তথ্যগুলি হাতের কাছে অবশ্যই রাখুন।

সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া

ওয়েবসাইটের নির্দিষ্ট পেজে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর সঠিকভাবে দিতে হবে আপনাকে। এগুলি দেওয়ার পরেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড জেনারেট হবে। সেই কোড দিন নির্দিষ্ট জায়গায়। তারপর ক্লিক করুন “Get Details”।

ই-চালান এর তথ্য দেখা

এর পরবর্তী পাতাতেই আপনার গাড়ির সঙ্গে যুক্ত চালানোর প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন আপনি। সেখানে দেখে নিন আপনার কোনো চালানের টাকা দেওয়া বাকি রয়েছে কিনা। যদি কোনো পেন্ডিং চালান নজরে আসে তবে সেটির অর্থ অবশ্যই অনলাইনে জমা করতে হবে। এমন ক্ষেত্রে এই চালানটি কোন সময়, কোন স্থানে ট্রাফিক নিয়ম ভঙ্গ করার কারণে দেওয়া হয়েছে তার সম্পর্কিত সমস্ত তথ্য এই ওয়েবসাইটে পাবেন আপনি। এমনকি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেওয়া থাকে অনেক সময়।

অনলাইনে অর্থ প্রদান

এরপরেই সেই চালানের জন্য সঠিক অর্থ অনলাইনে প্রদান করতে হবে আপনাকে। এর জন্য নির্দিষ্ট জায়গায় “Pay Now” অপশনটির উপর ক্লিক করুন। তাহলেই সুরক্ষিত পেমেন্ট গেটওয়েতে নানা রকম পেমেন্ট অপশন দেওয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে আপনাকে। সেখানে অতি সহজেই জরিমানা হওয়া অর্থ প্রদান করে রিসিট পাওয়া যাবে।