বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে? এই 3 বিষয়ে সচেতন না হলে বিশাল টাকার ধাক্কা

ভারত চরমভাবাপন্ন আবহাওয়ার জন্য বিখ্যাত। দেশের উত্তরাঞ্চলের কিছু রাজ্যে বর্তমান উষ্ণতা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। এই অসহ্য দাবদাহে মোটরসাইকেল ব্যবহারকারীদের মনে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে। তা হচ্ছে, এত গরমে বাইকের ইঞ্জিন ভালো রাখা যাবে কীভাবে বা অতিরিক্ত গরম হওয়া আটকাতে উপায় কী? কারণ মাত্রাতিরিক্ত গরম হলে ইঞ্জিনের আয়ু কমতে থাকে। তবে আজকাল বাইকের ইঞ্জিন লিকুইড কুল্ড প্রযুক্তির। যা অতিরিক্ত গরম হওয়া থেকে আটকায়। কিন্তু তা সত্ত্বেও গ্রীষ্মের চোখ রাঙানি থেকে রেহাই নেই। তাহলে ইঞ্জিন ভালো থাকবে কীভাবে, তা নিয়েই এই প্রতিবেদন।

রেডিয়েটার, কুল্যান্ট এবং ফ্যান খতিয়ে দেখুন

লিকুইড কুল্ড ইঞ্জিনে রেডিয়েটার এবং কুল্যান্ট থাকে, যা অতিরিক্ত তাপ নির্গমনে সহায়তা করে। এছাড়া বাড়তি উষ্ণতা কমানোর জন্য একটি ফ্যান থাকে সেখানে। যখন এই তিনটি যন্ত্রাংশ একত্রিতভাবে ঠিকঠাক কাজ করে, তখনই ইঞ্জিন ওভারহিট হওয়া থেকে রক্ষা পায়। যদি সেখানে কোনরকম সমস্যা থাকে, তাহলে ইঞ্জিন গরম হতেই থাকবে।

ইঞ্জিনকে মাত্রাতিরিক্ত গরম হওয়ার হাত থেকে বাঁচাতে নির্দিষ্ট সময় অন্তর কুল্যান্টের অবস্থা যাচাই করে দেখা জরুরি। যদি কোন রকম সমস্যা দেখা দেয়, কুল্যান্টটি ফেলে দিয়ে নতুন করে ভরিয়ে নিন। শুধুমাত্র নিশ্চিত করবেন, যাতে বাতাসের বুদবুদ না থেকে যায়। তাহলে ঘুরতে পারে বিপত্তি। সব সময় উন্নতমানের কুল্যান্ট ব্যবহার করুন।

এছাড়া পরীক্ষা করে দেখার মধ্যে রয়েছে রেডিয়েটার এবং ফ্যান। রেডিয়েটার থেকে লিক হচ্ছে কিনা ভালো করে দেখুন। যদি কোনরকম ত্রুটি ধরা পড়ে, তাহলে অবশ্যই একজন দক্ষ কারিগর থেকে রেডিয়েটার সারিয়ে নিন। পরিস্থিতি জটিল হলে সেটি পাল্টে ফেলাই যুক্তিযুক্ত। একইভাবে ফ্যানের ক্ষেত্রেও খতিয়ে দেখুন। থার্মোস্ট্যাটের সুইচে কোনো রকম সমস্যা হলে সেটি বদলে নিন।

ইঞ্জিন অয়েল নির্দিষ্ট সময় অন্তর বদলান

ইঞ্জিনের স্বাস্থ্য ভালো রাখতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইঞ্জিন অয়েল। এমনকি ওভারহিট হওয়া থেকেও প্রতিরোধ করে এটি। তাই নির্দিষ্ট সময় অন্তর এটি বদলানো জরুরী। ভালো মানের ইঞ্জিন অয়েল ভরান।

দায়িত্বের সাথে বাইক চালান

ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচাতে নিজের দায়িত্বে বাইক চালানো উচিত। প্রতিটি গিয়ারে বাইকের গতিবেগ সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছানোর আগেই গিয়ার বদলান। এতে ইঞ্জিন বাড়তি গরম হওয়া থেকে রক্ষা পাবে। পাশাপাশি এতে ইঞ্জিন ও ক্লাচের স্বাস্থ্যও ভালো থাকবে।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

23 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

49 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago