11 মার্চ দেশে নতুন SUV লঞ্চ করতে চলেছে Hyundai, রইল ইঞ্জিন-ফিচার্সের খুঁটিনাটি

Published on:

Hyundai Creta N-Line Car Launch Date

আধুনিক প্রযুক্তি, চোখ ধাঁধানো ডিজাইন এবং সর্বোত্তম পারফরম্যান্স – এই সবকিছু যেন নিজেদের একপ্রকার সংজ্ঞা হিসেবে বানিয়ে ফেলেছে Hyundai Motors। ভারতে তাদের ঝুলিতে রয়েছে একাধিক কম্প্যাক্ট এসইউভি। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় Creta। সম্প্রতি গাড়িটির ফেসলিফ্ট ভার্সন লঞ্চ হয়েছে। কিন্তু আপডেটেড মডেলের রেশ না কাটতেই এবার ক্রেটার স্পোর্টি ভার্সন, Creta N-Line আনার তোড়জোড় করছে হুন্ডাই। আগামী ১১ই মার্চ গাড়িটি ভারতে লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে।

Hyundai Creta N-Line: এক্সটেরিয়ার ডিজাইন

Creta Facelift-এর তুলনায় বেশ খানিকটা স্পোর্টি অবতারে আসতে চলেছে Creta N-Line। এতে নজরকাড়া এক্সটেরিয়ার ডিজাইন, লাউড এগজস্ট সাউন্ড, তুলনামূলক দৃঢ় সাসপেনশন, এন-লাইন ব্যাজ, ইত্যাদি থাকবে। বাইরের ডিজাইনের দিকে নজর দিলে দেখা যাবে নতুন ফ্রন্ট বাম্পার, ডিফিউজার সহ পিছনের দিকের উঁচু করা বাম্পার, ডুয়েল এগজস্ট টিপ এবং রুফ স্পয়লার। আবার Creta N-Line-এর ডিজাইনে কিছু অভিনবত্ব আনতে বিশেষ স্টাইলের অ্যালয় হুইলের সঙ্গে লাল রঙের ব্রেকিং ক্যালিপার যুক্ত থাকবে।

Hyundai Creta N-Line: ইন্টেরিয়র ডিজাইন ও ফিচার

বহিরমহল থেকে এসে অন্দরমহলে প্রবেশ করলে দেখা যাবে, ড্যাশবোর্ডের ডিজাইন অপরিবর্তিত থাকলেও কেবিনের সর্বত্র কালো রংয়ের কাজের সঙ্গে লাল রঙের ছোঁয়া বাড়তি মাত্রা জুগিয়েছে। উপরন্তু রেড ও ব্ল্যাক লেদারেট সিটের সঙ্গে স্টিয়ারিং হুইল, গিয়ার লিভার ও সিটের উপর লাল রংয়ের সুতোর কাজ দেখতে পাওয়া যাবে। ফিচার্স হিসাবে ইন্সট্রুমেন্ট কনসোল এবং ইনফোটেনমেন্টের জন্য আলাদা ডিজিটাল স্ক্রিন, ভেন্টিলেটেড সিট, প্যানরামিক সানরুফ, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, বোস (Bose) সাউন্ড সিস্টেম মিলবে এতে।

Hyundai Creta N-Line: ইঞ্জিন স্পেসিফিকেশন

Hyundai Creta ফেসলিফ্টে ব্যবহৃত ১.৫ লিটারের ফোর সিলিন্ডার যুক্ত টার্বো পেট্রল ইঞ্জিন ক্রেটা এন-লাইন মডেলেও থাকবে। এটি সর্বোচ্চ ১৬০ এইচপি ক্ষমতা এবং ২৫৩ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। গিয়ার বক্সে রয়েছে দুটি আলাদা অপশন। ৭ স্পিড ডিসিটি আর অন্যটি ৬ স্পিড মানুয়াল যা এন-লাইন মডেলটির জন্য বিশেষভাবে তৈরি।

সঙ্গে থাকুন ➥