মুখে বললেই খুলে যাবে ছাদ, বাজার তুলকালাম করতে 10 জুলাই লঞ্চ হতে চলেছে Hyundai Exter

দক্ষিণ কোরিয়ার নামকরা গাড়ি নির্মাণকারী সংস্থা হোন্ডাই মোটরস (Hyundai Motors) সম্প্রতি ভারতে কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে একটি নতুন মডেল লঞ্চ করার কথা ঘোষণা করেছে। যার নাম Exter। সংস্থার তরফ থেকে প্রকাশিত ছবি থেকে মাইক্রো এসইউভিটির ডিজাইন প্রকাশ্যে এসেছে। আবার এই সেগমেন্টে এক্সটার হতে চলেছে প্রথম মডেল, যা কিছু নতুন ও এক্সক্লুসিভ ফিচার্স পাবে। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি কী কী।

ভয়েস কমান্ড সহ স্মার্ট ইলেক্ট্রিক সানরুফ

বাক্সের ন্যায় ডিজাইন এবং ডুয়াল টোন রঙের কারুকার্যের পাশাপাশি হুন্ডাই এক্সটার এর ইলেকট্রিক সানরুফ গ্রাহকদের কাছে এর চাহিদাকে কয়েক গুণ বর্ধিত করতে পারবে। এটি একটি সিঙ্গেল গ্লাস পেন সানরুফ্। যা হুন্ডাই ব্লু লিংক কানেক্টিভিটির দৌলতে ভয়েস কমান্ড সহযোগে খোলা কিংবা বন্ধ করা যাবে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এটি একটি স্মার্ট ইলেকট্রিক সানরুফ।

সেগমেন্টের প্রথম ফিচার: ডুয়েল ড্যাশ-ক্যাম

বর্তমানে গাড়ি চালানো অবস্থায় প্রতিমুহূর্তের ভিডিও ফুটেজ রেকর্ড করার জন্য ড্যাশবোর্ড ক্যামেরা ব্যবহার করা হয় বেশ কিছু প্রিমিয়াম গাড়িতে। এক্সটারে সংশ্লিষ্ট সেগমেন্টের প্রথম ফিচার হিসাবে থাকছে এমনই ডুয়েল ড্যাশবোর্ড ক্যামেরা। সাথে যুক্ত ২.৩১ ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে ড্যাশ ক্যাম ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার মাধ্যমে ফুল এইচডি ভিডিও লেন্সবন্দি করতে পারবে। গ্রাহকদের জন্য ড্রাইভিং (নরমাল), ইভেন্ট (সেফটি), এবং ভ্যাকেশন (টাইম ল্যাপস) এই তিন রকম রেকর্ডিং অপশন উপলব্ধ থাকবে ডুয়েল ক্যামেরাতে।

Hyundai Exter লঞ্চ হবে 10 জুলাই

হুন্ডাই মোটর ইন্ডিয়ার সিওও তরুণ গর্গ এই প্রসঙ্গে বলেন “যদি আপনি আপনার যাত্রা পথের সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওর মাধ্যমে স্মৃতিতে ধরে রাখতে চান তাহলে এক্সটার আপনার জন্য একেবারেই আদর্শ। দর্শকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়ে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই বছরের ১০ জুলাই হুন্ডাই এক্সটার লঞ্চ হতে চলেছে।”

Hyundai Exter সেফটি ফিচার্স

প্রসঙ্গত, ৪ মিটারের কম দৈর্ঘ্যের প্রথম এসইউভি হিসেবে দারুণ সেফটি ফিচার্স পেতে চলেছে হুন্ডাই এক্সটার। বেস ভার্সনে ২৬টি সেফটি ফিচার্স থাকলেও, টপ-স্পেক ভ্যারিয়েন্টে তা বেড়ে হবে প্রায় ৪০টি। যেমন ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ভেহিকেলস স্টেবিলিটি ম্যানেজমেন্ট, হিল অ্যাসিস্ট কন্ট্রোল, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন সহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সেগমেন্ট-ফার্স্ট বার্গলার অ্যালার্ম ইত্যাদি। আবার ভারতের প্রথম সাব ৪-মিটার এসইউভি হিসেবে ছয়টা এয়ারব্যাগ থাকবে এই গাড়িতে।