Categories: Automobile

Tata-কে পরাজিত করে ডিসেম্বরের ক্ষত সারাল Hyundai, ডাবল ডিজিটে গাড়ির চাহিদা বৃদ্ধি

২০২২-এর ডিসেম্বরে Hyundai-কে হারিয়ে গাড়ি বিক্রির নিরিখে দেশের দ্বিতীয় বৃহত্তম সংস্থার শিরোপা পেয়েছিল Tata Motors। কিন্তু ২০২৩-এর জানুয়ারিতে হারানো স্থান পুনরুদ্ধার করল তারা। নতুন বছরের প্রথম মাসের বিক্রির হিসাব নিকাশ পেতেই দেখা গেল টাটার থেকে ২,১১৯ ইউনিট বেশি প্যাসেঞ্জার গাড়ি বেচেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি।

গত মাসে ৬২,২৭৬টি গাড়ি বিক্রি করতে পেরেছে তারা। গত বছরের জানুয়ারিতে এই সংখ্যাটি ছিল ৫৩,৪৮৭। অর্থাৎ এখ বছরের ব্যবধানে তাদের গ্রাহক সংখ্যা বেড়েছে ১৬.৬ শতাংশ। এই সংখ্যার মধ্যে লুকিয়ে রয়েছে ভারতীয় সীমারেখার মধ্যে বিক্রি হওয়া মডেলের পাশাপাশি এদেশ থেকে বিদেশে পাড়ি দেওয়া চার চাকার সংখ্যাও।

দেখা যাচ্ছে, গত মাসে শুধু ভারতেই হুন্ডাইয়ের ৫০,১০৬টি গাড়ি বিক্রি হয়েছে, ২০২২-র জানুয়ারির তুলনায় যা ১৩.৮ শতাংশ বেশি। গত বছরের জানুয়ারিতে দেশে সংস্থাটির ৪৪,০২২টি গাড়ির চাবি নতুন ক্রেতার হাতে তুলে দেওয়া হয়েছিল। নিজেদের বরাবরই ভারতের সবচেয়ে বড় এসইউভি নির্মাতা বলে দাবি করে থাকে দক্ষিণ কোরিয়ান সংস্থা। ২০২৩ এর জানুয়ারিতে তাদের এসইউভি মডেল বিক্রি হয়েছে ২৭,৫৩২টি ।

এর পাশাপাশি তারা জানিয়েছে সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসেই ভারতে তৈরি ১২,১৭০ ইউনিট গাড়ি পৌঁছে গিয়েছে বিদেশীদের হাতে। এক বছর আগেই সংখ্যাটি ছিল ৯৪০৫। ২০২৩ সালের জানুয়ারিতে হুন্ডাইয়ের বিক্রি প্রসঙ্গে সংস্থার ভারতীয় শাখার শীর্ষকর্তা তরুণ গার্গ বলেন, ” চলতি বছরের শুরু থেকেই অভাবনীয় সাফল্যের কারণেই দুই অঙ্কের বৃদ্ধি ধরা পড়েছে তাদের বিক্রিতে।”

তিনি আরোও দাবি করেন যে সদ্য মুক্তি পাওয়া Ioniq 5 মডেলটি গ্রাহকদের মধ্যে চরম উন্মাদনার সৃষ্টি করেছে, যা আগামী মাসগুলিতে তাদের উন্নতির ধারাকে বজায় রাখতে সাহায্য করবে। তাঁর কথায়, “আমরা ২০২৩ সালের জানুয়ারি থেকেই দুই অঙ্কের উন্নতি নথিবদ্ধ করেছি। সদ্য ভারতের বাজারে পদার্পণ করা Hyundai Ioniq 5 এর যথেষ্ট বুকিং জমা পড়েছে, যা ভারতীয় বাজারে ব্যাটারি চালিত প্রিমিয়াম চার চাকা গাড়ির এক আলাদা বেঞ্চমার্ক তৈরি করার পথ প্রশস্ত করবে।”

সংস্থার হাতে থাকা এসইউভি মডেল যেমন- Tucson, Creta, Venue, Alcazar এবং Kona Electric এর অসাধারণ পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। তরুণ গার্গ বলেন, “Tucson, Creta, Venue, Alcazar এবং Kona Electric এর মত এসইউভি মডেলগুলি ভারতের বাজারে অসাধারণ পারফরম্যান্স দিচ্ছে। এর ফলেই জানুয়ারিতে ওই ধরনের ২৭,৫৩২টি গাড়ি বিক্রি করতে সমর্থ হয়েছি আমরা।”

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

13 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

21 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

55 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

2 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago