Hyundai ভারতে বৈদ্যুতিক গাড়ি ও তার ব্যাটারি তৈরি করবে, 20,000 কোটি টাকা লগ্নির লক্ষ্য

কোরিয়ান অটো জায়েন্ট হুন্ডাই মোটর (Hyundai Motor) এবারে ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ি ব্যবসা সম্প্রসারণে উদ্যোগ নিতে চলেছে। সংস্থাটি জানিয়েছে তামিলনাড়ুতে তাদের কারখানা উন্নত করতে ২০,০০০ কোটি টাকা বিনিয়োগের চিন্তাভাবনা চলছে। দক্ষিণ ভারতে হুন্ডাইয়ের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে বৈদ্যুতিক গাড়ির স্থানীয়ভাবে উৎপাদন বাড়াতেই এই পদক্ষেপ নিতে চলেছে তারা। তামিলনাড়ুর ইরুঙ্গাত্তুকোত্তাই ও শ্রীপেরুম্বুদুরের কারখানা দুটি দক্ষিণ ভারতে হুন্ডাইয়ের উৎপাদন তালুকে পরিণত হয়েছে।

Hyundai Motor ২০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে

হুন্ডাই যে কেবল তাদের কারখানার উন্নয়নের জন্য লগ্নি করছে তাই নয়, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির একটি অ্যাসেম্বলি ইউনিটও গড়ে তোলা হবে। সংস্থাটি জানিয়েছে তারা বছরে প্রায় ১.৭৮ লক্ষ ব্যাটারি ইউনিট উৎপাদনের লক্ষ্য নিয়েছে। আবার আগামী পাঁচ বছরের মধ্যে তামিলনাড়ুতে কমপক্ষে ১০০টি ইভি চার্জিং স্টেশন বসানোর প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সার্বিকভাবে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটির ক্যাপাসিটি বার্ষিক ৮.৫০ লক্ষ ইউনিট হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে হুন্ডাই ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ি Kona Electric SUV এবং সম্প্রতি লঞ্চ হওয়া Ioniq 5 ক্রসওভার বিক্রি করে। এছাড়াও সংস্থাটি বর্তমানে একাধিক বৈদ্যুতিক মডেলের উপর কাজ করছে বলে সূত্র মারফত দাবি করা হয়েছে। যার মধ্যে একটি হল Creta SUV। আবার হোন্ডায় তাদের Ioniq 6 মডেলটি আর্ন্তজাতিক বাজারে এনেছে।

হুন্ডাই বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে গুরুত্ব ক্রমশই বাড়াচ্ছে। আসলে এমজি মোটর (MG Motor) এবং বিওয়াইডি (BYD)-র মতো চীনা প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াইতে টিকে থাকতেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই সংস্থা দুটি ব্যাটারি চালিত গাড়ি নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার বিশদ বিবরণ সর্বসমক্ষে এনেছে। এদিকে টাটা মোটরস (Tata Motors) এবং মাহিন্দ্রা (Mahindra)-র মতো কোম্পানিগুলিও প্রতিযোগিতার মাপকাঠি কঠিন করার প্রক্রিয়া জারি রেখেছে।

প্রসঙ্গত, শ্রীপেরুম্বুদুরে হুন্ডাই মোটর ইন্ডিয়ার প্রধান কারখানাটি অবস্থিত। বর্তমানে যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৭.৫০ লক্ষ। দক্ষিণ কোরিয়ার বাইরে বিশ্বের মধ্যে তাদের বৃহত্তম ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি উটি। এদিকে সংস্থাটি গত বছর ১.৫০ লক্ষ ইউনিট গাড়ি রপ্তানির মাধ্যমে ভারতে শীর্ষস্থানে অবস্থান করছে।