Hyundai Venue N Line launch on September 9 bookings date

লঞ্চ ক’দিন পরেই, তার আগে নতুন Hyundai N Line এসইউভির ছবি প্রকাশ্যে, কেমন হবে এই গাড়ি

Hyundai Venue একগুচ্ছ আপডেটের সাথে নতুন অবতারে লঞ্চ হয়েছে গত জুন মাসে। এবার সাব কম্প্যাক্ট SUV-টির নয়া N Line ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে আগামী ৬ সেপ্টেম্বর। ইতিমধ্যেই হুন্ডাইয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত ডিলারশিপে ২১,০০০ টাকার বিনিময়ে শুরু হয়েছে বুকিং। গাড়িটির ছবিও প্রকাশ হয়েছে। সাধারণ মডেলের তুলনায় বেশি আপডেট থাকবে এতে৷ পাশাপাশি আনুষ্ঠানিক লঞ্চের পূর্বে Hyundai Venue N Line মডেলের ভ্যারিয়েন্ট সম্পর্কে নানা তথ্য সামনে এসেছে।

নতুন Hyundai Venue N Line দু’টি মনোটোন কালার অপশনে আসবে – পোলার হোয়াইট এবং শ্যাডো গ্রে। এছাড়া তিন থ্রি-টোন কালার স্কিম থাকবে – ফ্যান্টম ব্লু রুফ-সহ পোলার হোয়াইট/শ্যাডো গ্রে এবং শ্যাডো ব্ল্যাক রুফের সাথে থান্ডার ব্ল্যাক। গ্রাহকেরা N6 ও N8 ভ্যারিয়েন্টের মধ্যে বেছে নিতে পারবেন এই গাড়ি।

পারফরম্যান্সের কথা বললে, Venue  N Line একটাই ইঞ্জিন অপশন পাবে। আর সেটা হল ১.০ লিটার থ্রি-সিলিন্ডার টার্বো পেট্রল ইঞ্জিন৷ যার সাথে সেভেন স্পিড ডিসিটি গিয়ারবক্স সংযুক্ত থাকবে৷ এটি ১১৮ বিএইচপি ক্ষমতা ও ১৭২ এনএম টর্ক উৎপন্ন করবে৷ বিশেষ ফিচারগুলির মধ্যে দেখা যাবে ডুয়াল ক্যামেরা সহ ড্যাশক্যাম, ১৬ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ষাটের বেশি হুন্ডাই ব্লু লিঙ্ক কানেক্টেড ফিচার।

এছাড়াও, Hyundai Venue  N Line গাড়িতে গুগল এবং অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট থাকবে। একঝাঁক সেফটি ফিচারও দেবে হুন্ডাই৷ যেমন হিল অ্যাসিস্ট কন্ট্রোল, ডুয়াল এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ব্রেক অ্যাসিস্ট সিস্টেম, পার্কিং অ্যাসিস্ট সেন্সর, প্রভৃতি। গাড়িটির দাম ১৩ লাখ থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।