Electric Car Maintain Tips During Monsoon

অবহেলা করলেই মারাত্মক বিপদ, বৃষ্টির সময় ইলেকট্রিক গাড়ির যত্ন নিন এই ভাবে

বর্ষাকাল পড়তেই অবিশ্রান্ত বৃষ্টির তাণ্ডবে আরও নতুন একাধিক সমস্যার সূত্রপাত হয় আমাদের জীবনে। এমনিতেই সুপরিকল্পনার অভাবে ভোগা আমাদের শহরে বর্ষাকালের সমার্থক জলে ডোবা রাস্তাঘাট। এই সময় বাড়ির সামনের রাস্তা হোক কিংবা বেসমেন্টের পার্কিং, সর্বত্রই  জল-যন্ত্রণার একই ছবি দেখতে পাওয়া যায়। ফলে অতিরিক্ত সমস্যায় পড়েন গাড়ি চালকরা। পেট্রোল বা ডিজেল চালিত হলে সমস্যা সামান্য কম হলেও ইলেকট্রিক মডেলের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া এই সময়ে একান্ত প্রয়োজন। আসলে এই জাতীয় গাড়িগুলির মধ্যে নানা ধরনের ইলেকট্রিক ইকুইপমেন্ট থাকায় সেগুলি জলীয় অংশের সংস্পর্শে এসে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে তা নিয়ে দুর্ভাবনার কোনো কারণ নেই। সহজেই এই সময় আপনার ব্যাটারি চালিত গাড়ির যত্ন নিতে পারবেন আপনি।

বর্ষার দিনে বৈদ্যুতিক গাড়ির রক্ষণাবেক্ষণের সহজ কয়েকটি পদক্ষেপ –

চার্জিং ডিভাইসের সুবন্দোবস্ত

বৃষ্টি শুরু হলেই সবার প্রথমে আপনার গাড়ির চার্জিং ডিভাইস এবং এর সমস্ত সিস্টেমটিকে জলের হাত থেকে বাঁচানই প্রথম কর্তব্য। অনেক বাড়িতেই এই চার্জিং সিস্টেম ঘরের বাইরে ইন্সটল করা থাকে। তাই বর্ষার সময় এইউনিটে জল প্রবেশ করে শর্ট সার্কিটের সম্ভাবনা প্রবল। এমনকি অনেকেই পোর্টেবল চার্জার ব্যবহার করতে ভালোবাসেন। সব ক্ষেত্রেই এগুলিকে জলের থেকে শত হস্ত দূরে রাখা প্রয়োজন।

ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা

বৈদ্যুতিক যে কোনো যানবাহনের মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দামি অংশ হল ব্যাটারি। আজকালকার দিনের অত্যাধুনিক ব্যাটারি ওয়াটারপ্রুফ হলেও কানেক্টরের অংশে অনেক সময় বাতাসে জলীয়বাষ্পের কারণে সমস্যা দেখা যেতে পারে। তার উপরে ইলেকট্রিক গাড়ির অন্যতম বড় শত্রু ইঁদুর, যা বর্ষার সময় চারিদিক জলভগ্ন হওয়ার কারণে গাড়ির ভিতরের অংশে আশ্রয় নেয়। এরা গাড়ির ইলেকট্রিকের অংশের ক্ষতি সাধন করতে ওস্তাদ। তাই আচমকা যদি এমন কোনো সমস্যা অনুভূত হয় তবে গাড়ি চালু না করে তৎক্ষণাৎ সার্ভিস সেন্টারে খবর দিন।

অন্দরমহল পরিষ্কার রাখা

বর্ষায় গাড়ির বাইরের অংশের পাশাপাশি কেবিনের মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। এমনিতেই এই সময় গাড়ির ভেতরে আসা যাওয়ার সাথেই জল কাদা এবং জলীয় অংশ চলে আসে নিজে থেকেই। এগুলি অনেক সময় গাড়ির কেবিনের ভেতরে থাকা বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামে সমস্যার সৃষ্টি করতে পারে। সেই কারণে কেবিনের মেঝে এবং সিটের আশেপাশের সমস্ত জায়গা সঠিকভাবে পরিষ্কার এবং শুকনো রাখতে হবে আপনাকে। সব সময় দরজা-জানলা সঠিকভাবে বন্ধ করে রাখতে হবে যাতে বাইরের জল কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে না পারে।

জলমগ্ন রাস্তায় গাড়ি চালানোর থেকে বিরত থাকা

অত্যাধিক জলমগ্ন রাস্তায় যে কোন ধরনের গাড়ি চলাচল করলে অল্পবিস্তর ক্ষতি হয়েই থাকে। ব্যাটারি চালিত যানবাহনের ক্ষেত্রে এই সমস্যা আরও খানিকটা বেশি। গাড়ির নিচের অংশে থাকা বৈদ্যুতিক সরঞ্জামের ভিতরে জল প্রবেশ করে ইলেকট্রিক গাড়িতে কতটা ক্ষতি সাধন করতে পারে তা আমাদের ধারণার বাইরে। সাধারণত এই জাতীয় গাড়িগুলির মধ্যে প্রচুর ধরনের ইলেকট্রিক সেন্সর এবং সূক্ষ্ম যন্ত্রপাতি ব্যবহার করা হয় যা জলের সংস্পর্শে এলে সহজেই নষ্ট হতে পারে। সেজন্য যে সমস্ত রাস্তায় অতিরিক্ত উচ্চতা পর্যন্ত জল জমে থাকে সেই রাস্তা ইভি চালানোর জন্য এড়িয়ে যাওয়াই শ্রেয়।

আজকালকার দিনের আধুনিক ইলেকট্রিক গাড়িগুলির বৈদ্যুতিক অংশগুলিতে যথার্থ আইপি রেটিং দেওয়া হয়ে থাকে। এমনকি জলের থেকে এদেরকে বাঁচানোর জন্য সমস্ত বৈদ্যুতিক অংশগুলি ভালোভাবে সিল করা থাকে। তবে অতিরিক্ত জলের চাপে দুর্ঘটনাবশত এই সিল নষ্ট হয়ে গেলে নিঃসন্দেহে তা ইলেকট্রিক ভেইকেলের মধ্যে বড়সড়ো ক্ষতি সৃষ্টি করবে। সেই কারণেই ব্যাটারি চালিত গাড়ির নির্মাতাদের তরফেও এই একই মতামত পোষণ করা হয়।