Atom GP1: বাচ্চাদের জন্য হাজির দেশের প্রথম মিনি রেসিং বাইক! বাড়ির খুদে সদস্যের জন্য কিনবেন নাকি

রেসিং মোটরসাইকেল ছোটানোর সাধ কি শুধুই বড়দের? কচিকাঁচাদের মনেও যে এমন বাসনা বাসা বাঁধতে পারে, তার হদিস কি আমরা আদৌ রাখি? রেখেছে। ভারতীয় এক টু-হুইলার…

রেসিং মোটরসাইকেল ছোটানোর সাধ কি শুধুই বড়দের? কচিকাঁচাদের মনেও যে এমন বাসনা বাসা বাঁধতে পারে, তার হদিস কি আমরা আদৌ রাখি? রেখেছে। ভারতীয় এক টু-হুইলার কোম্পানি বাস্তবেই ছোটদের মনের এই আশার পূরণে উদ্যোগী হয়েছে। কোয়েম্বাটুরের কোম্পানি সিআরএ মোটরস্পোর্ট (CRA Motorsport) খুদেদের জন্য তাই লঞ্চ করল দেশের প্রথম পুঁচকে রেসিং বাইক। যার নাম – Atom GP1। ১০-১৭ বছরের বয়সীদের জন্য আদর্শ এটি। তবে এর দাম শুনে ভিড়মি খাবেন অনেকেই। বড়দের একটি দামি মোটরসাইকেলের তুলনায় যা কোন অংশে কম যায় না। ভারতে Atom GP1-এর মূল্য ২.৭৫ লক্ষ টাকা (জিএসটি সহ) ধার্য করা হয়েছে।

Atom GP1 ছোটদের রাইডার হয়ে ওঠার স্বপ্ন পূরণ করবে

এই মূল্যে KTM, Harley-Davidson ও Royal Enfield-এর একটি প্রিমিয়াম বাইক চলে আসবে। এই মোটরসাইকেলটি সংস্থার মিনি জিপি মোটরসাইকেল কিট হিসেবে আনা হয়েছে। বড় হয়ে রাইডার হয়ে ওঠার স্বপ্ন পূরণে বিশেষভাবে সহায়তা করবে এই বাইক। ছোট থেকেই রেসিং ট্র্যাকে হাত পাকিয়ে নিতে পারবে খুদেরা। তাই এতক্ষণে এটি স্পষ্ট হয়েছে যে Atom GP1 রাস্তায় চলাচলের উপযোগী মডেল নয়। এটি কেবলমাত্র রেসিং ট্র্যাকে ছোটার জন্যই আনা হয়েছে।

জানা গেছে, Atom GP1 তৈরি করতে সিআরএ মোটরস্পোর্ট-এর তিন বছরের বেশি সময় লেগে গিয়েছে। প্রথম প্রোটোটাইপ মডেলটি ২০২০-তে তৈরি করা হয়েছিল। দ্বিতীয়টি এক বছর বাদে আনা হয়। বিভিন্ন দেশের রেসিং ট্র্যাকে এটির টেস্টিং চালানো হয়। যেমন – কারি মোটর স্পিডওয়ে,মাদ্রাজ মোটর রেস ট্র্যাক, হায়দ্রাবাদ সিকেন সার্কিট, আরবের কারি টাউন, মিকো কার্টোপিয়া সহ আরও অন্যান্য।

Atom GP1-এ চালিকাশক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি ১৫৯.৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, টু-ভাল্ভ, কার্বুরেটেড ইঞ্জিন। যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে ১৫ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ১৩.৮৫ এনএম টর্ক উৎপন্ন হবে। গিয়ারের সখ্যা পাঁচ। যা দেখে এটি স্পষ্ট যে ক্ষমতার দিক থেকেও বড়দের মোটরসাইকেলকে হার মানাতে সক্ষম এটি।

হার্ডওয়্যারের দিক থেকেও কোন অংশে কম যায় না Atom GP1। রাইডিংয়ে স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এতে দেওয়া হয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মোনোশক রিয়ার সাসপেনশন সহ কাস্টম বিল্ট ফ্রেম। সামনে সিঙ্গেল ডিস্ক এবং পেছনে পেটাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। TVS NTorq-এর ১২ ইঞ্চি অ্যালয় হুইল এবং TVS Remora টায়ারে ছুটবে এটি। এতে রয়েছে SS রেস এগজস্ট সহ ফাইবার গ্লাস বডি সেল। Atom GP1 রেসিংয়ে হাত পাকানোর জন্য ব্যবহৃত হবে। এটি কোয়েম্বাটুরে সিআরএ মোটরস্পোর্ট-এর কারখানায় তৈরি হবে। প্রাথমিক পর্যায়ে বাইকটির ২৫০ ইউনিট উৎপাদন করা হবে বলে জানানো হয়েছে।